সিসিডিবির তিন মাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী
Published: 30th, April 2025 GMT
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সক্ষম জনগোষ্ঠী তৈরিতে খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) তাদের ক্লাইমেট প্রোগ্রামের আওতায় সপ্তমবারের মতো তিন মাসব্যাপী একটি ফ্ল্যাগশিপ ট্রেনিং দিয়েছে।
বুধবার সিসিডিবি ক্লাইমেট সেন্টারে ‘ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন অ্যান্ড মিটিগেশন’ শীর্ষক এই ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যা ঠেকাতে প্রতিটি পর্যায়ের সব প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ ধরনের ফ্ল্যাগশিপ ট্রেনিং জনগণকে দক্ষ করে তুলতে আরও বেশি সহায়তা করবে।
সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বহু বছর ধরে সিসিডিবি কাজ করছে। এরই অংশ হিসেবে সপ্তমবারের মতো আমরা ফ্ল্যাগশিপ ট্রেনিং দিয়েছি।
বৈশ্বিকভাবে আবহাওয়া এবং জলবায়ুর যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে তা এক দিনে কাটিয়ে ওঠা সম্ভব না। আমরা চেষ্টা করছি এমন একটি জনগোষ্ঠী তৈরি করতে যারা জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে পারবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: জলব য়
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।