ব্যয়ের মহোৎসব করা হতো: বাণিজ্য উপদেষ্টা
Published: 1st, May 2025 GMT
বিগত সময়ে ‘ব্যয়ের মহোৎসবের’ বাজেট করা হতো– মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ওই সময় বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় করা হতো, যেন ব্যয় করাটা ঈদ পালন করার মতো। যেটার কোনো প্রয়োজন নেই। প্রতিটি মন্ত্রণালয়ে তা করা হয়েছে। এবার লক্ষ্যভিত্তিক ও ন্যায়সংগত বাজেট হবে, যা বাস্তবায়ন করা যাবে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআরের পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, কর ন্যায্যতা কায়েম করা না গেলে সমাজে এক ধরনের দুর্বৃত্তায়ন হয়। আর দুর্বৃত্তরাই বারবার ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, যা অতীতে দেখা গেছে। ব্যবসায়ী পরিচয় দিতে অনেক সময় লজ্জাও লাগত। কারণ বিগত সংসদে ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে দুর্বৃত্তায়নকে অনেকটা সাংবিধানিক রূপ দিয়ে ফেলেছিলেন।
এ সময় তিনি ব্যাংকের সুদহার প্রসঙ্গে বলেন, ফ্যাসিস্ট আমলে নয়ছয় নিয়ম করে অর্থনীতির বড় ক্ষতি করা হয়েছে, যার রেশ এখনও রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট ব ণ জ য উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত