শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি টিইউসির
Published: 1st, May 2025 GMT
শ্রমিকদের জন্য স্থায়ী মজুরি কমিশন গঠন করে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
আজ বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) আয়োজিত এক সমাবেশে এসব দাবি করেন টিইউসির নেতারা।
সমাবেশ শুরুর আগে র্যালি ও গণসংগীত পরিবেশন করা হয়। গণসংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সমাবেশে টিইউসির নেতারা বলেন, ১৮৮৬ সালের ঐতিহাসিক লড়াইয়ের ১৩৯ বছর পরেও দেশে শ্রমজীবী মানুষকে ন্যায্য মজুরি ও আইনানুগ অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হচ্ছে। দৈনিক কর্মসময় ৮ ঘণ্টা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হলেও বেসরকারি খাতের শ্রমিকেরা এখনো পুরোপুরি সে সুফল পাচ্ছেন না। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের ওপর শোষণ–নির্যাতন অব্যাহত রয়েছে। চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন অহরহ ঘটছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকেরা কলকারখানা ও অঞ্চলভিত্তিক রেশনের মাধ্যমে চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য সরবরাহের দাবি করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। বিভিন্ন সেক্টরভিত্তিক শ্রমিকদের ঘোষিত মজুরি রোয়েদাদ কার্যকর হচ্ছে না। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারী শ্রমিকেরা সমকাজে সমমজুরি, কর্মক্ষেত্রে নিয়োগের সমতা ও সবেতন মাতৃত্বকালীন ছুটি না পাওয়াসহ নানা ধরনের শোষণ, বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন।
সমাবেশে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন, স্থায়ী মজুরি কমিশন গঠন করে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং সস্তা ও বাঁধামূল্যে রেশন, স্বল্পমূল্যে বাসস্থান ও বিনা মূল্যে চিকিৎসাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
টিইউসির সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, গার্মেন্টস শ্রমিকনেতা ইদ্রিস আলী, হকার্স নেতা মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।