জয়পুরহাটে সাবেক বিজিবি সদস্যকে মারপিটের অভিযোগ
Published: 2nd, May 2025 GMT
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে অহিদুজ্জামান (৪৮) নামে সাবেক বিজিবি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাগজানা বাজারে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আজ শুক্রবার আহত বিজিবি সদস্য পাঁচবিবি থানায় অভিযোগ করেছেন। আহত সাবেক বিজিবি সদস্য উপজেলার বাগজানা গ্রামের মৃত হালিম মুন্সির ছেলে। বর্তমানে তিনি মাইক্রোবাসের চালক হিসেবে নিয়োজিত আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক বিজিবি সদস্য অহিদুজ্জামান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর থেকে মাইক্রোবাস চালিয়ে এসে বাগজানা বাজারে একটি গ্যারেজে মাইক্রোবাসটি রেখে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের কালু মিয়া (২৫), বুলু মিয়া (৩০), আফজাল হোসেন (৬০) এবং সাখাওয়াত হোসেন (৫৫) মিলে তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা সবাই মিলে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেদম মারপিট করে। মাটিতে পড়ে গেলে সবাই চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
আহত অহিদুজ্জামান বলেন, ওদের সাথে আমার পরিবারের জমি নিয়ে বিরোধ লেগেই আছে। গত রাতে ওরা চারজন মিলে আমাকে হত্যার উদ্দেশে লাঠি দিয়ে মারপিট করেছে। আমি যখন মাটিতে পড়ে যাই, তখন ওরা চলে যায়। আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
অভিযুক্ত সাখাওয়াত হোসেন বলেন, কে কাকে মারপিট করেছে, এসবের কিছুই জানি না। আমার সাথে তাদের বিরোধ আছে এটা সত্য, তবে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। এ ঘটনায় আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।
আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। এটিই ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।
তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।