প্লেব্যাক শিল্পী হিসেবে ‘দাগি’ সিনেমায় গাওয়া ‘নিয়ে যাবে কি’ এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ সিরিজের ‘বৈয়াম পাখি-২’ গান নিয়ে শ্রোতাদের আলোচনা এখনও চলছে। তার মাঝে নতুন একক গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী জেফার রহমান। শিরোনাম ‘তীর’।
সংগীতায়োজক আদিব কবিরের সঙ্গে যৌথভাবে এ গানের কথা লিখেছেন জেফার। পাশাপাশি সুরও করেছেন শিল্পী নিজে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পার্থ শেখ।
সম্প্রতি জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এ আয়োজন নিয়ে জেফার বলেন, ‘বাংলা গানে আরও নতুন মাত্রা যোগ করা যায় কিনা– সে ভাবনা থেকে ২০২১ সালে ‘তীর’-এর পরিকল্পনা। দীর্ঘদিন কথা, সুর, সংগীতের অনেক কাটাছেঁড়া শেষে তৈরি হয় গানটি। ২০২৪ সালে গানের শুরু হয় এর ভিডিও নির্মাণ। এককথায়, ‘তীর’ দীর্ঘদিনের এক নিরীক্ষার ফসল। যেখানে শ্রোতা আমাকে নতুন রূপে আবিষ্কারের সুযোগ পাবেন।’
এদিকে আরও বেশ কিছু নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেফার। কণ্ঠশিল্পীর পাশাপাশি গানের মডেল ও অভিনেত্রী হিসেবে দর্শক মনোযোগ কেড়েছেন তিনি। গত বছর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ওয়েব সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এ বছর দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ সিরিজের অভিনেত্রী ও প্লেব্যাক শিল্পী হিসেবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ফ র রহম ন
এছাড়াও পড়ুন:
চার বিভাগে বৃষ্টি বাড়তে পারে
দেশের চার বিভাগে আজ রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি আগামী তিন থেকে চার দিন চলতে পারে। ইতিমধ্যে আজ সকাল থেকেই বগুড়াসহ উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীর আকাশ আজ বেলা ১টার দিক থেকে ঘন মেঘে ছেয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই এ বৃষ্টি।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে জোরেশোরে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় বগুড়ায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি আজ ছয় ঘণ্টায় হওয়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। এ সময় রাজশাহীতে ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বৃষ্টি বেড়েছে। আগামী তিন থেকে চার দিন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।