প্লেব্যাক শিল্পী হিসেবে ‘দাগি’ সিনেমায় গাওয়া ‘নিয়ে যাবে কি’ এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ সিরিজের ‘বৈয়াম পাখি-২’ গান নিয়ে শ্রোতাদের আলোচনা এখনও চলছে। তার মাঝে নতুন একক গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী জেফার রহমান। শিরোনাম ‘তীর’।
সংগীতায়োজক আদিব কবিরের সঙ্গে যৌথভাবে এ গানের কথা লিখেছেন জেফার। পাশাপাশি সুরও করেছেন শিল্পী নিজে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পার্থ শেখ।
সম্প্রতি জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এ আয়োজন নিয়ে জেফার বলেন, ‘বাংলা গানে আরও নতুন মাত্রা যোগ করা যায় কিনা– সে ভাবনা থেকে ২০২১ সালে ‘তীর’-এর পরিকল্পনা। দীর্ঘদিন কথা, সুর, সংগীতের অনেক কাটাছেঁড়া শেষে তৈরি হয় গানটি। ২০২৪ সালে গানের শুরু হয় এর ভিডিও নির্মাণ। এককথায়, ‘তীর’ দীর্ঘদিনের এক নিরীক্ষার ফসল। যেখানে শ্রোতা আমাকে নতুন রূপে আবিষ্কারের সুযোগ পাবেন।’
এদিকে আরও বেশ কিছু নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেফার। কণ্ঠশিল্পীর পাশাপাশি গানের মডেল ও অভিনেত্রী হিসেবে দর্শক মনোযোগ কেড়েছেন তিনি। গত বছর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ওয়েব সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এ বছর দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ সিরিজের অভিনেত্রী ও প্লেব্যাক শিল্পী হিসেবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ফ র রহম ন
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন