২২ বছর পর জিম্বাবুয়ে সিরিজ, চার দিনের টেস্টের দল দিল ইংল্যান্ড
Published: 3rd, May 2025 GMT
রাজনৈতিক কারণে ২০০৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলেনি ইংল্যান্ড। এরপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ছিল। ২২ বছর পর টেস্ট দিয়ে নতুন ক্রিকেট সম্পর্ক শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টের সিরিজ খেলবে দুই দল। ২২ বছর পর দুই দল টেস্ট খেললেও সেটা হবে ৪ দিনের টেস্ট। ওই টেস্টের জন্য ইংল্যান্ড ১৩ জনের দল ঘোষণা করেছে। ইংল্যান্ড দলে দুই নতুন মুখ জায়গা পেয়েছেন। তারা হলেন- জর্ডান কক্স ও স্যাম কুক। এছাড়া ২০২৩ সালের অ্যাসেজের পর পুনরায় টেস্ট দলে ঢুকেছেন জস টাং।
ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। এছাড়া দলে জায়গা পেয়েছেন শোয়েব বাশির। আছেন হ্যারি ব্রুক, অলি পোপ, জো রুটদের মতো অভিজ্ঞরা।
আইসিসি টেস্ট ম্যাচ পাঁচ দিনের জায়গায় ধীরে ধীরে চার দিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে। টি-২০ ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট গুরুত্ব পাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজের জন্য সময় বের করা কঠিন হওয়ায় এমন পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি। ইংল্যান্ড-জিম্বাবুয়ে চার দিনের টেস্ট সিরিজ ওই পরিকল্পনারই অংশ বলা যায়। যদিও এর পক্ষে-বিপক্ষে নানা মত আছে।
ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস, গাস আটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জস টাং।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।