রাজনৈতিক কারণে ২০০৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলেনি ইংল্যান্ড। এরপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ছিল। ২২ বছর পর টেস্ট দিয়ে নতুন ক্রিকেট সম্পর্ক শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টের সিরিজ খেলবে দুই দল। ২২ বছর পর দুই দল টেস্ট খেললেও সেটা হবে ৪ দিনের টেস্ট। ওই টেস্টের জন্য ইংল্যান্ড ১৩ জনের দল ঘোষণা করেছে। ইংল্যান্ড দলে দুই নতুন মুখ জায়গা পেয়েছেন। তারা হলেন- জর্ডান কক্স ও স্যাম কুক। এছাড়া ২০২৩ সালের অ্যাসেজের পর পুনরায় টেস্ট দলে ঢুকেছেন জস টাং।

ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। এছাড়া দলে জায়গা পেয়েছেন শোয়েব বাশির। আছেন হ্যারি ব্রুক, অলি পোপ, জো রুটদের মতো অভিজ্ঞরা।

আইসিসি টেস্ট ম্যাচ পাঁচ দিনের জায়গায় ধীরে ধীরে চার দিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে। টি-২০ ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট গুরুত্ব পাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজের জন্য সময় বের করা কঠিন হওয়ায় এমন পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি। ইংল্যান্ড-জিম্বাবুয়ে চার দিনের টেস্ট সিরিজ ওই পরিকল্পনারই অংশ বলা যায়। যদিও এর পক্ষে-বিপক্ষে নানা মত আছে।

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস, গাস আটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জস টাং। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চার বিভাগে বৃষ্টি বাড়তে পারে

দেশের চার বিভাগে আজ রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি আগামী তিন থেকে চার দিন চলতে পারে। ইতিমধ্যে আজ সকাল থেকেই বগুড়াসহ উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীর আকাশ আজ বেলা ১টার দিক থেকে ঘন মেঘে ছেয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই এ বৃষ্টি।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে জোরেশোরে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় বগুড়ায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি আজ ছয় ঘণ্টায় হওয়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। এ সময় রাজশাহীতে ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বৃষ্টি বেড়েছে। আগামী তিন থেকে চার দিন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত নিবন্ধ