দিন পাঁচেক আগে বিধ্বংসী এক ইনিংসে যুব ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জাওয়াদ আবরার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জয়ের মিশনে ফিরিয়েছিলেন। এবার তার ব্যাট থেকে এলো আরো একটি সেঞ্চুরি। তাতে ছয় ম্যাচের সিরিজে ৩-১ ব‌্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

শনিবার (৩ মে) কলম্বোতে চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। যে জয়ের নায়ক জাওয়াদ। ১১৫ বলে ১১৩ রান করেছেন ১৪ চার ও ৩ ছক্কায়। এর আগে, দ্বিতীয় ওয়ানডেতে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। প্রথম ওয়ানডেতে ১৪ ও মাঝে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রান করে রাখেন অবদান। চার ম‌্যাচে ২৯৫ রান করে উড়ছেন বাংলাদেশের এই যুব ওপেনার। তার আজকের ইনিংসে ভর করে বাংলাদেশ আগে ব‌্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৩৬ রান করে। জবাব দিতে নেমে শ্রীলঙ্কার যুবারা গুটিয়ে যায় ১৯০ রানে।

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে ব‌্যাটিং করেন জাওয়াদ। ফিফটি স্পর্শ করেন ৪৫ বলে। পরের পঞ্চাশ রান পেতে খেলেন ৬০ বল। ছক্কা মেরে পৌঁছান সেঞ্চুরিতে। সেঞ্চুরির পর তাকে থামান নাভোদয়া। নিমসারার হাতে ক‌্যাচ দেন ১১৩ রানে। জাওয়াদের সেঞ্চুরি ছাড়াও চারে নেমে ৭৭ বলে ৮২ রান করেন রিজান হোসেন। তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন দুজন। এছাড়া, আব্দুল্লাহ ৩২, সাইমুন বসির ২৩ রান করেন। শেষ দিকে আল ফাহাদের ৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রানের ঝড়ো ইনিংসে বিশাল পুঁজি পায় বাংলাদেশ। 

আরো পড়ুন:

নির্বাচন করে বিসিবিতে আসা নিয়ে তামিমের কঠোর বার্তা

নারী ক্রিকেটে আর খেলতে পারবে না ট্রান্সজেন্ডাররা

শ্রীলঙ্কার বোলারদের ভেতরে ৯৬ রানে ৩ উইকেট নেন নিমসারা। জবাব দিতে নেমে ৩৬ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখানেই ম‌্যাচ হেরে বসে স্বাগতিকরা। সেখান থেকে কাভিজা গামাগে ও অধিনায়ক ভিমাথ দিনসারা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। গামাগে ২৩ রানে ফিরলেও দিনসারা ফিফটি করে দায়িত্ব পালন করেন। শেষ দিকে রাসিথ নিমসারা ৩৯ রান করে পরাজয়ের ব‌্যবধান কমিয়ে আনেন। বল হাতে বাংলাদেশের সেরা আল ফাহাদ। ৪১ রানে ৩ উইকেট নেন। এছাড়া, ২টি করে উইকেট পেয়েছেন সানজিদ ও আজিজুল।

৫ মে কলম্বোর এসএসসি মাঠে সিরিজের পঞ্চম ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

৪ ঘণ্টা পর পুরানা পল্টনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টা পর ঢাকার পুরানা পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ মে) রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ২৫ মিনিটে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ার নামে ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. ছালেহ উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থল থেকে পল্টন থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে। ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস। প্রাথমিকভাবে জানা গেছে, ১১তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/সুকান্ত/ইভা

সম্পর্কিত নিবন্ধ