গাজায় ইসরায়েলি অবরোধের মুখে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অনাহারে মৃত্যুমুখে পড়েছে ২ লাখ ৯০ হাজার শিশু। তাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু ৩ হাজার ৫০০। গুরুতর অপুষ্টির শিকার আরও ৭০ হাজারের বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসেবায় বিপর্যয় দেখা দেওয়ায় তাদের জীবন এখন ভয়ানক সংকটে।  

ফিলিস্তিনে খাদ্য প্রবেশে বাধা দেওয়ায় প্রতিদিন ১১ লাখ শিশুর ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর পরও বিশ্ব নীরব ভূমিকা পালন করছে বলে মনে করেন বিশ্লেষকরা।    
   
গাজায় বাস্তুচ্যুত বাসিন্দারা জানান, ইসরায়েল গাজাকে একটি পরীক্ষার ল্যাবে পরিণত করেছে। শুধু বোমাই ফেলছে না, খাবার ও পানি সংকট সৃষ্টি করে মানুষের দুর্ভোগ উপভোগ করছে। এক বাসিন্দা জানান, টানা ৬২ দিন ধরে আমরা গাজায় কোনো খাদ্য, পানি কিংবা ওষুধ পাচ্ছি না। ইসরায়েল জোর করে বাসিন্দাদের দুর্ভিক্ষের মধ্যে ফেলে মারতে চাচ্ছে। অবরোধের কবলে পড়ে অন্তত ৩০ হাজার ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকে আছে। বাস্তুচ্যুত শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, গতকাল থেকে তাদের রান্নাবান্না একেবারে বন্ধ হয়ে গেছে। সবাইকে না খেয়ে রাত কাটাতে হচ্ছে। অনেক রান্নাঘরে আর আগুন জ্বলছে না। 

এদিকে গাজায় একদিকে চলছে অনাহার, অন্যদিকে স্বাস্থ্যসেবায় বিপর্যয় দেখা দিয়েছে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা সার্জন ডা.

মোহাম্মদ তাহিরের অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকার কারণে ইসরায়েলি অবরোধ দীর্ঘ হচ্ছে। নেতানিয়াহু তাঁর রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। 

খান ইউনিসের নাসের হাসপাতালের পরিস্থিতি এখন আগের চেয়ে ভয়াবহ। আহত শিশু, নারী, পুরুষ মেঝেতে চিকিৎসার জন্য চিৎকার করলেও মিলছে না সেবা। ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন দিনের মধ্যে হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে যাবে। অবরোধে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। নতুন জ্বালানি না পেলে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে।   

যুক্তরাজ্যভিত্তিক এনজিও অক্সফাম ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, গাজায় শিশুদের অনাহারের ‘সহযোগী’ গোটা বিশ্ব। অক্সফামের গাজা উপত্যকার  খাদ্য নিরাপত্তা প্রধান মাহমুদ আলসাক্কা বলেন, ত্রাণবাহী অনেক গাড়ি মিসর ও জর্ডানে আটকে আছে। এই পরিস্থিতির জন্য বিশ্বনেতারা দায় এড়াতে পারেন না। 

অবরোধের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে উপত্যকায় শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে স্বীকার করেছে দখলদার বাহিনী। গাজায় স্থল অভিযানে তারা মাটির নিচে হামাসের অবস্থান শনাক্ত করে বিস্ফোরণ ঘটাচ্ছে। দক্ষিণ গাজা, রাফাহ ও মোরাগ করিডোরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। পাশাপাশি চলছে বিমান হামলাও। 

গত ২৪ ঘণ্টায় গাজায় হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত ও ২৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ১১ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। গত ১৮ মাস থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে ৫২ হাজার ৫৩৫ জন নিহত ও ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন আহত হয়েছে। 

এদিকে ইসরায়েল গাজায় যুদ্ধ সম্প্রসারণ করায় হামাসের হাতে বন্দিদের স্বজনরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভে অংশ নিচ্ছে। শনিবার রাতেও তেল আবিবের বাইরে বিক্ষোভ করে হাজার হাজার ইসরায়েলি। 

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেসেথ শিগগির ইসরায়েল সফর করছেন। আগামী ১৩ থেকে ১৬ মে মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিষয়টি নিশ্চিত করেছেন।    

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল অন হ র অবর ধ

এছাড়াও পড়ুন:

দারফুরে ধর্ষণ-মুক্তিপণ-হত্যা: আরএসএফের ভয়াবহ নিপীড়নের বর্ণনা দিলেন পালিয়ে আসা মানুষেরা

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর শহরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)–এর কাছ থেকে পালিয়ে আসা ক্ষুধার্ত এবং নির্যাতিত মানুষেরা বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে তাঁদের ভয়ংকর অভিজ্ঞতাগুলো বর্ণনা করছেন। তবে তাঁরা পালাতে পারলেও হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের শহর ছিল রাজ্যটিতে সুদানি সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি। গত রোববার আরএসএফ বাহিনী এটির দখল নেয়। এরপর থেকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা স্থানীয় মানুষের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এরই মধ্যে দারফুরে ধর্ষণ, মুক্তিপণ ও গণহত্যাসহ অন্যান্য নির্যাতনের কথা সামনে আসছে।

আলখেইর ইসমাইল নামের এক সুদানি তরুণ দারফুর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরের তাবিলা শহরে পালিয়ে এসেছেন। তিনি বলেন, রোববার এল-ফাশের থেকে পালানোর চেষ্টার সময় ৩০০ জনকে আটক করে আরএসএফ। তিনিও ওই দলে ছিলেন। তবে আটককারীদের একজন তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ইসমাইল বলেন, ‘খার্তুমের বিশ্ববিদ্যালয়ে আমার সঙ্গে পড়াশোনা করেছেন এমন একজন তরুণ সেখানে ছিলেন। তিনি তাঁদের বললেন, “ওকে হত্যা করো না”। এরপর তাঁরা আমার সঙ্গে থাকা সব তরুণ ও আমার বন্ধুদের হত্যা করেন।’

তাবিলা এলাকায় পালিয়ে আসা অন্য নাগরিকেরাও তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তেমনই একজন তাহানি হাসান। তিনি বলেন, ‘হঠাৎ করেই তাঁরা সেখানে হাজির হলেন। কোথা থেকে এলেন জানি না। ভিন্ন ভিন্ন বয়সী তিন তরুণকে দেখা গেল। তাঁরা আকাশে গুলি ছুড়লেন এবং বললেন, ‘থামো, থামো’। তাঁরা আরএসএফের পোশাকে ছিলেন।’

আলখেইর ইসমাইল নামের এক সুদানি তরুণ দারফুর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরের তাবিলা শহরে পালিয়ে এসেছেন। আলখেইর বলেছেন, রোববার এল-ফাশের থেকে পালানোর চেষ্টা করার সময় ৩০০ জনকে আটক করে আরএসএফ। তিনিও ওই দলে ছিলেন। তবে আটককারীদের একজন তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত ব্যক্তি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তাহানি হাসান বলেন, ‘এই তরুণেরা আমাদের বেধড়ক মারধর করেছেন। আমাদের পোশাক মাটিতে ছুড়ে ফেলেছেন। এমনকি আমি একজন নারী হওয়ার পরও আমাকে তল্লাশি করা হয়েছে। হামলাকারীরা সম্ভবত বয়সে আমার মেয়ের চেয়েও ছোট হবে।’

ফাতিমা আবদুলরহিম তাঁর নাতি–নাতনিদের সঙ্গে তাবিলাতে পালিয়ে এসেছেন। তিনি বলেন, পাঁচ দিন ধরে অনেক কষ্ট করে হেঁটে তাবিলাতে পৌঁছাতে পেরেছেন।

ফাতিমা বলেন, ‘তাঁরা (আরএসএফের সদস্যরা) ছেলেশিশুগুলোকে মারলেন এবং আমাদের সব সম্পদ কেড়ে নিলেন। আমাদের কিছুই রাখা হলো না। আমরা এখানে পৌঁছানোর পর জানতে পারলাম, আমাদের পর যেসব মেয়ে এসেছে, তাদের ধর্ষণ করা হয়েছে। তবে আমাদের মেয়েরা বেঁচে গেছে।’

পালিয়ে আসা তরুণী রাওয়া আবদাল্লা বলেছেন, তাঁর বাবা নিখোঁজ।

গত বুধবার রাতে দেওয়া এক বক্তৃতায় আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালো বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাঁর যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে বিচারের মুখোমুখি করা হবে। হামদান ‘হেমেদতি’ নামেও পরিচিত।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাদের সঙ্গে আরএসএফ সদস্যদের লড়াই চলছে। গত বৃহস্পতিবার আরএসএফ দাবি করে, নির্যাতনের অভিযোগে বেশ কয়েকজন যোদ্ধাকে আটক করেছে তারা।

তবে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার সাধারণ নাগরিকদের ওপর আরএসএফ সদস্যদের নিপীড়নের অভিযোগ তদন্তে বাহিনীটির দেওয়া প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফের একজন উচ্চপদস্থ কমান্ডার এই ঘটনাগুলো ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ বলে আখ্যায়িত করেছেন। তাঁর দাবি, এল–ফাশেরে নিজেদের পরাজয় ও ক্ষয়ক্ষতি আড়াল করতে সেনাবাহিনী এবং তাদের মিত্ররা এমন অপপ্রচার চালাচ্ছে।

জাতিসংঘের তথ্য বলছে, এ সংঘাত চলাকালে আরএসএফ ও সেনাবাহিনী—দুই পক্ষের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সংঘাতকে কেন্দ্র করে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বিরাজ করছে ব্যাপক দুর্ভিক্ষের অবস্থা। পাশাপাশি কলেরা ও অন্যান্য প্রাণঘাতী রোগের সংক্রমণ বাড়ছে।

দারফুর থেকে পালিয়ে আসা লোকজন তাবিলা এলাকায় আশ্রয় নিয়েছেন। ২৯ অক্টোবর, ২০২৫

সম্পর্কিত নিবন্ধ