Samakal:
2025-05-06@00:20:47 GMT

বিজয়ীরা পেল পুরস্কার

Published: 5th, May 2025 GMT

বিজয়ীরা পেল পুরস্কার

পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে ২ মে বিকেলে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।   
গত সপ্তাহে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিষয় ছিল ‘টিভির সংবাদ উপস্থাপনা’। এতে প্রথম সরকারি কলেজ শাখার সভাপতি নাজমুল খান, দ্বিতীয় জেলা সুহৃদ সদস্য কাজী রফিকুল ইসলাম রাহাত এবং তৃতীয় স্থান অর্জন করেন সরকারি কলেজের সাধারণ সম্পাদক হাওলাদার অনু। 
সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ আহ্বায়ক পলাশ চন্দ্র হাওলাদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ও কলেজ শাখার সুহৃদরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে মুফতী সালাহউদ্দিন বলেন, ‘সংগঠন ভালো কাজের প্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে। সংগঠন তারুণ্যের মিলনমেলা।’
অনুষ্ঠানে সুহৃদরা প্রতিযোগিতামূলক এমন আয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করে নিয়মিতভাবে শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের ওপর জোর দেন। পরবর্তী কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
সুহৃদ পটুয়াখালী

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র

এছাড়াও পড়ুন:

বিরে শিফা: একটি অলৌকিক কুয়ার গল্প

মদিনা থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে বদর যুদ্ধের প্রান্তরের কাছে একটি কুয়া রয়েছে, যার নাম বিরে শিফা বা নিরাময় কুয়া। কুয়ার নামের মধ্যেই লুকিয়ে আছে এর মহিমা। আরবি ‘বির’ অর্থ কুয়া এবং ‘শিফা’ অর্থ নিরাময় বা আরোগ্য। এই কুয়ার পানি রোগমুক্তি ও সুস্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বদর যুদ্ধের পর এই কুয়ার পানি মহানবী (সা.)-এর একটি অলৌকিক মুজিজার মাধ্যমে বিষাক্ত ও লবণাক্ত অবস্থা থেকে সুপেয় ও সুস্বাদু পানিতে পরিণত হয়। আজও এই কুয়ার পানি মুসলমানদের জন্য রোগমুক্তির আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়।

বিরে শিফা কুয়াটি মদিনা থেকে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে একেবারে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি এলাকায় অবস্থিত। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। যুদ্ধ শেষে মহানবী (সা.) এবং তাঁর সাহাবিরা মদিনায় ফিরে আসার পথে পানির সংকটে পড়েন। তখন তাঁরা বিরে শিফা কুয়ার কাছে এসে পৌঁছান।

বিরে শিফা কুয়া, মদিনা

সম্পর্কিত নিবন্ধ