প্রথমবার মেট গালার ব্লু গালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গতকাল (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালার গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই তারকা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী যে, বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দিলেন।

এ অনুষ্ঠানে তোলা বেশ কয়েকটি ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের একটি কাস্টম কৌচার তৈরিতে সজ্জিত কিয়ারা, তার সাংস্কৃতিক শিকড় এবং তার ব্যক্তিগত বিবর্তন উভয়ই উদযাপন করেছে।

কিয়ারার পোশাকের শিরোনাম ছিল ‘ব্রেভহার্টস’। ফ্যাশনের চেয়েও বেশি ছিল— নারীত্ব, বংশ এবং রূপান্তরের প্রতি শ্রদ্ধা। নির্ভুল ভাস্কর্যের সঙ্গে তৈরি গাউনটিতে ঘুংরু এবং স্ফটিক দিয়ে সজ্জিত একটি প্রাচীন সোনার বক্ষবন্ধনী রয়েছে। দুটি প্রতীকী রূপ— মাদার হার্ট এবং বেবি হার্ট। একটি চেন নাভির কর্ড দ্বারা সংযুক্ত ছিল, যা দৃশ্যত মাতৃত্বের বন্ধন বর্ণনা করে। কালো-সোনালি এই পোশাকে হবু মা কিয়ারার চোখে-মুখে উজ্জ্বল দীপ্তি ছিল।

আরো পড়ুন:

কাঙ্ক্ষিত লুকে দেখা দিলেন শাহরুখ

৫ দিনে অজয়ের সিনেমার আয় ১৪১ কোটি টাকা

কিয়ারা আদভানির সঙ্গে অবস্থান করছেন তার বর-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মেট গালায় অংশ না নিলেও, অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছাড়েননি। তাকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য মার্কিন মুলুকে রয়েছেন এই অভিনেতা।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ