বেবি বাম্প নিয়ে মেট গালায় দ্যুতি ছড়ালেন কিয়ারা
Published: 6th, May 2025 GMT
প্রথমবার মেট গালার ব্লু গালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গতকাল (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালার গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই তারকা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী যে, বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দিলেন।
এ অনুষ্ঠানে তোলা বেশ কয়েকটি ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের একটি কাস্টম কৌচার তৈরিতে সজ্জিত কিয়ারা, তার সাংস্কৃতিক শিকড় এবং তার ব্যক্তিগত বিবর্তন উভয়ই উদযাপন করেছে।
কিয়ারার পোশাকের শিরোনাম ছিল ‘ব্রেভহার্টস’। ফ্যাশনের চেয়েও বেশি ছিল— নারীত্ব, বংশ এবং রূপান্তরের প্রতি শ্রদ্ধা। নির্ভুল ভাস্কর্যের সঙ্গে তৈরি গাউনটিতে ঘুংরু এবং স্ফটিক দিয়ে সজ্জিত একটি প্রাচীন সোনার বক্ষবন্ধনী রয়েছে। দুটি প্রতীকী রূপ— মাদার হার্ট এবং বেবি হার্ট। একটি চেন নাভির কর্ড দ্বারা সংযুক্ত ছিল, যা দৃশ্যত মাতৃত্বের বন্ধন বর্ণনা করে। কালো-সোনালি এই পোশাকে হবু মা কিয়ারার চোখে-মুখে উজ্জ্বল দীপ্তি ছিল।
আরো পড়ুন:
কাঙ্ক্ষিত লুকে দেখা দিলেন শাহরুখ
৫ দিনে অজয়ের সিনেমার আয় ১৪১ কোটি টাকা
কিয়ারা আদভানির সঙ্গে অবস্থান করছেন তার বর-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মেট গালায় অংশ না নিলেও, অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছাড়েননি। তাকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য মার্কিন মুলুকে রয়েছেন এই অভিনেতা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি