চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Published: 8th, May 2025 GMT
চট্টগ্রামে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নগরের দুই নম্বর গেট- অক্সিজেন সড়কের উড়াল সড়কের মুখে অবস্থান নেয় শ্রমিকেরা। এতে অফিস-গামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা আটকা পড়ে। দুই নম্বর গেট থেকে শুরু করে নগরের বায়েজিত বোস্তামী পর্যন্ত যানজট শুরু হয়ে যায়।
সড়কে অবস্থান নেওয়া রহিমা গার্মেন্টসের শ্রমিক রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, তিন মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন দেবে দেবে বলে কর্তৃপক্ষ দিচ্ছে না। তারা জানতে পারেন, গতকাল বুধবার রাতে কর্তৃপক্ষ কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলেছেন। এতে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
জানতে চাইলে খুলশী থানার ডিউটি অফিসার নাইমুর রহমান সকালে প্রথম আলোকে বলেন, তাদের দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত