চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Published: 8th, May 2025 GMT
চট্টগ্রামে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নগরের দুই নম্বর গেট- অক্সিজেন সড়কের উড়াল সড়কের মুখে অবস্থান নেয় শ্রমিকেরা। এতে অফিস-গামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা আটকা পড়ে। দুই নম্বর গেট থেকে শুরু করে নগরের বায়েজিত বোস্তামী পর্যন্ত যানজট শুরু হয়ে যায়।
সড়কে অবস্থান নেওয়া রহিমা গার্মেন্টসের শ্রমিক রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, তিন মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন দেবে দেবে বলে কর্তৃপক্ষ দিচ্ছে না। তারা জানতে পারেন, গতকাল বুধবার রাতে কর্তৃপক্ষ কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলেছেন। এতে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
জানতে চাইলে খুলশী থানার ডিউটি অফিসার নাইমুর রহমান সকালে প্রথম আলোকে বলেন, তাদের দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে ভালোই আছেন রিশাদ ও নাহিদ, যুদ্ধের আঁচ লাগেনি তাঁদের জীবনযাত্রায়
কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। যেটার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
এ নিয়ে কাল উদ্বিগ্নতার কথা জানিয়েছে বিসিবি। কারণ, বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা যে পিএসএলে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন!
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনেও প্রশ্ন জেগেছিল, পাকিস্তানে রিশাদ ও নাহিদ কেমন আছেন। তবে আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদ যে দুটি পোস্ট দিয়েছেন, তা দেখার পর সবার স্বস্তির নিশ্বাস ফেলার কথা।
রিশাদ ঘণ্টা তিনেক আগে নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ এক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও ছবি দিয়েছেন রিশাদ। যার ক্যাপশন, ‘ভ্রাতৃত্ব’। এই ছবিগুলো থেকেই স্পষ্ট, পাকিস্তানে নিরাপদেই আছেন তাঁরা।
ভারত–পাকিস্তান যুদ্ধের আঁচ লাগেনি রিশাদ–নাহিদের জীবনযাত্রায়