‘অলরাউন্ডার’ নাসুমও জেতাতে পারলেন না বাংলাদেশ ‘এ’ দলকে
Published: 10th, May 2025 GMT
নাসুম আহমেদের মূল কাজটা বল হাতে। ব্যাটিংয়েও তাই তিনি নামেন পরের দিকে। আজও ৮ নম্বরেই খেলতে নেমেছিলেন। কিন্তু লিস্ট ‘এ’ ক্রিকেটে আগে কখনো ৫০ পেরোতে না–পারা নাসুম আজ ফিফটি পেয়ে গেছেন। ৬৭ রান করে হয়ে গেছেন দলের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক। অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় বাংলাদেশ ‘এ’ অলআউট হয় ২২৭ রানে।
এরপর নাসুম ২ উইকেট নিলেও রানটা ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে তৃতীয় ও শেষ বেসরকারি ওয়ানডেটা জিতে নিয়েছে নিউজিল্যান্ড ‘এ’। প্রথম দুই ম্যাচ জিতেই বাংলাদেশ ‘এ’ সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল।
সিলেটের একাডেমি মাঠে আজ টস হেরে ব্যাট করতে নামতে হয়েছিল বাংলাদেশকে। ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরার চেষ্টা করেন ইয়াসির আলী। অপর প্রান্তে নিয়মিত উইকেট হারানোর ফাঁকে ফিফটি তুলে নেন তিনি।
ফিফটি পেয়েছেন ইয়াসির আলীও.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান