মারধরের গুজবে তোলপাড়, হাঁটুর সফল অস্ত্রোপচারে সুস্থ মিশা
Published: 15th, May 2025 GMT
ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় সকালে তার ডান পায়ের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন তার সহকর্মী অভিনেতা জায়েদ খান।
২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে এক দুর্ঘটনায় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় মিশা সওদাগরের। সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি আবারো সেই একই জায়গায় আঘাত পান। চিকিৎসকের পরামর্শে হাঁটুর অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা।
অস্ত্রোপচারের পর আপাতত বিশ্রামে রয়েছেন মিশা সওদাগর। এ তথ্য উল্লেখ করে জায়েদ খান বলেন, “মিশা ভাই দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন। এবার সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ভালো আছেন এবং দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।”
আরো পড়ুন:
কানের লাল গালিচায় ‘নগ্ন’ পোশাক নিষিদ্ধ
আপত্তির মুখে বদলে গেল রোশান-বুবলীর সিনেমার নাম
এদিকে, মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, মিশা সওদাগর ‘মব লিঞ্চিং’-এর শিকার হয়েছেন এবং রাস্তায় তাকে মারধর করা হয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।
মিশা সওদাগরের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। সূত্রটি বলেন, “মিশা ভাই ভালো আছেন, ভিডিওটি ভিত্তিহীন। সবাইকে অনুরোধ করছি— অপ্রমাণিত ও বিভ্রান্তিকর কোনো পোস্ট বিশ্বাস করবেন না।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
নাসিক’র প্রশাসকের সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন। এসময় তারা সিটি কর্পোরেশনের আহত কর্মকর্তাদের খোঁজ-খবর নেন।
তাদের উপর অটোচালকদের নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, যেই অটো চালক সিটি কর্পোরেশন থেকে অনুমোদন ও সুবিধা নিয়ে রাস্তায় চলাচল করছে তারাই কিনা আবার হামলা করছে এটা খুবই নিন্দনীয়। তাছাড়াও তাদের পিছনে কোন অপশক্তি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখার আহবান জানান।
এছাড়াও নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তার সাথে পরিবেশবান্ধব ও জনগণের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শহরের যানযটের জন্য অবৈধ অটো রিক্সাকে দায়ী করে বলেন, দ্রুত এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। বিশেষকরে, অটো পার্টস আমদানীকারক ও প্রস্তুতকারদেরকে দমন করাে উচিত।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ শহর শাখা দক্ষিণের সভাপতি মুহা. শফিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।