রাঙামাটি শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। 

শুক্রবার (১৬ মে) বিকেল ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা, রাঙামাটি’র ব্যানারে ভাস্কর্যটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে ভাস্কর্য অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন সংগঠনটির সদস্যরা।

এলাকাবাসী জানান, আজ রাঙামাটি শহরের ভেদভেদী বাজার থেকে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে’ ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু হয়। মিছিলটি সার্ভার স্টেশনের সামনে এসে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। প্রশাসনের কোনো প্রতিক্রিয়া না পেয়ে আন্দোলনকারীরা নিজেরাই শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ শুরু করেন।

আরো পড়ুন:

ভাস্কর মানবেন্দ্রের বাড়িতে আগুন
হয়নি রিমান্ড শুনানি, আ.

লীগের ৮ নেতা কারাগারে

নারায়ণগঞ্জে ডিসি কার্যালয়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর

আন্দোলনকারী ও রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসাইন বলেন, “সারা দেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই, কিন্তু আমাদের রাঙামাটিতে রয়ে গেছে। এই ভাস্কর্য অপসারণের জন্য আমরা গত ৯ মাস প্রশাসনকে অনুরোধ করেছি, কথা বলেছি। তারা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

তিনি আরো বলেন, “তিনদিন আগেও আমরা প্রশাসনকে এই ফ্যাসিবাদের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় রাঙামাটির ছাত্র-জনতা ভাস্কর্য অপসারণের কাজ শুরু করেছে।”

জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলার সদস্য ওয়াহিদুজ্জামান রোমান বলেন, “আমরা ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার পরও প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাইনি। তাই আমরা এই ভাস্কর্য অপসারণের কাজ শুরু করেছি। এই ভাস্কর্য অপসারণের মাধ্যমে রাঙামাটি কলঙ্কমুক্ত হবে।”

ঢাকা/শংকর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ স কর য র ভ স কর য

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ