অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়া ও অভিনেতা শামীম হাসান সরকারের শুটিং সেটে সংঘটিত বাগ্‌বিতণ্ডা অভিযোগ নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা অভিনয় অঙ্গনের নজর কেড়েছে। শুটিং সেটে প্রিয়াংকা প্রিয়াকে অকথ্য ভাষায় গালাগাল ও দমন করায় অভিযোগ ওঠে শামীম হাসান সরকারের বিরুদ্ধে। পাশাপাশি প্রিয়াংকা ধর্ষণের অভিযোগও এনেছিলেন শামীমের বিরুদ্ধে। বিষয়টি দ্রুত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিনোদন অঙ্গনের অনেকেই এ বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেন।

ঘটনার গুরুত্ব বুঝে ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ দুজনকেই ডেকে আলোচনা করে। অভিযোগ নিষ্পত্তির জন্য একটি কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে ওই কমিটি দুজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করে। আলোচনা শেষে প্রিয়াংকা ও শামীম নিজেদের ভুল বুঝতে পারেন। শামীম হাসান সরকার গালাগাল ও দুর্ব্যবহারের অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে ধর্ষণের অভিযোগ প্রিয়াংকার পক্ষ থেকে ঠিক হয়নি বলে জানানো হয়।

শামীম হাসান সরকার। ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ম ম হ স ন সরক র

এছাড়াও পড়ুন:

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নিজের শেষ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। 

আরো পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি রাজনীতি জীবনের দীর্ঘ পথচলা, পরিবারের ত্যাগ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, যারা মনোনয়ন পাননি তাদের ধর্য্য ধরারও আহ্বান জানান। 

মির্জা ফখরুল ইসলাম লেখেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!”

তিনি বলেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!”

“আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা কর্মীর আছে!”

তিনি আরো বলেন, “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন!  যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে! ”

সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, “আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ! বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সাথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার! ইনশাআল্লাহ!  আপনারা পাশে থেকেন।” 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ