পশুর হাটের ইজারা নিয়ে দিনভর উত্তেজনা, দরপত্র ফরম জমা শেষে হাতাহাতি
Published: 17th, May 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা আড়াইটায় নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরে ৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। আজ বেলা একটা পর্যন্ত নগরের পশুর হাটের দরপত্র ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। এ নিয়ে সকাল থেকে ইজারা নিতে ইচ্ছুক বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বেলা সোয়া দুইটায় প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত সম্মেলনকক্ষে ফরম জমাদানকারীদের উপস্থিতিতে দরপত্র বাক্স উন্মুক্ত করা হয়। দরপত্র বাক্স উন্মুক্ত করার পর প্রধান কার্যালয়ের বাইরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। থেমে থেমে তা ১০ থেকে ১৫ মিনিট ধরে চলতে থাকে। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়।
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের পশুর হাটের ইজারার দরপত্র ফরমের বাক্স উন্মুক্ত হওয়ার পর দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
খুলশী থানার এক পুলিশ সদস্য জানান, গরুর হাটের ইজারা নিয়ে সিটি করপোরেশনের সামনে দুটি পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ওখান থেকে লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। দুটি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দরপত্র বক্সের সামনেও অবস্থান করতে দেখা যায় বেশ কয়েকজনকে। আজ দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র হ ট র ইজ র দরপত র
এছাড়াও পড়ুন:
১০ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ব্যয় ২৩৯ কোটি টাকা
বিদ্যুৎ বিভাগের আওতায় ৩৩/১১ কেভি জিআইএস প্রযুক্তির ১০টি বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) নির্মাণে ব্যয় হবে ২৩৯ কোটি ৭০ লাখ টাকা। এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, টার্নকি ভিত্তিতে ৫টি ৩৩/১১ কেভি উপন্দ্রের ডিজাইন, সাপ্লাই, ইন্সস্টলেশন , টেস্টিং অ্যান্ড কমিশনিং প্রভৃতির জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৭টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব বাণিজ্যিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসি খেকে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আইডিয়াল ইলেক্ট্রিকাল এন্টারপ্রাইজ লিমিটেড ঢাকাম প্রকল্পটি বাস্তায়ন করবে। এতে ব্যয় হবে ১২৩ কোটি ২ লাখ ৭৮ হাজার ২৬ টাকা।
সভায় টার্নকি ভিত্তিতে ৫টি ৩৩/১১ কেভি উপন্দ্রের ডিজাইন, সাপ্লাই, ইন্সস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং প্রভৃতি সম্পূর্ণ যা যা প্রয়োজন এবং ভূমি উন্নয়নসহ কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি (ডব্লিউ-১ লট-২) । এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৮টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব বাণিজ্যিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসি থেকে সুপারিশকৃত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আইডিয়াল ইলেক্ট্রিকাল এন্টারপ্রাইজ লিমিটেড ঢাকাম প্রকল্পটি বাস্তায়ন করবে। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫৪৭ টাকা।
ঢাকা/হাসনাত/ইভা