সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার-টেংরাটিলা সড়কের পাশে দুটি স্থানে সরকারি জমি দখল করে খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তিপুর ও গিরিসনগর এলাকায় এসব ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার কারণে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গিরিসনগরের বাসিন্দা ব্যবসায়ী আতাউর রহমান ফরাজী দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এ বিষয়ে শান্তিপুর গ্রামের বাসিন্দাদের কয়েকজন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ মিয়া ও আবদুল আউয়াল পৃথকভাবে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তাঁরা বলেন, দোয়ারাবাজার উপজেলা সদর থেকে টেংরাটিলা গ্যাস ফিল্ড এলাকায় যাতায়াতের সড়কসংলগ্ন শান্তিপুর এলাকায় সরকারি জমি দখল করে আতাউর রহমান একটি পোলট্রি খামার গড়েছেন। সড়কটির পূর্ব দিকে তাঁর পোলট্রি খামারের পাশে স্থানীয় একটি মসজিদ আছে। সেখান থেকে আসা দুর্গন্ধে মুসল্লিদের সমস্যা হচ্ছে।

আরেক অভিযোগে বলা হয়, গিরিসনগর গ্রামে খৈয়াজুরি বিলের পানিনিষ্কাশনের খালে মাটি ফেলে ভরাট করে মাছের ঘের করা হয়েছে। এতে পানি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, ‘আমার জমিতে হাওরের পানি জমে থাকে। পানি নামতে না পারায় ধান কাটার সময় সমস্যা হয়।’

শান্তিপুর এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা মাছ ও পোলট্রি খামার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য় সরক র

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ