সাবেক রাজউক চেয়ারম্যান ও সাবেক বিজিবি প্রধানের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 19th, May 2025 GMT
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকার, তার স্ত্রী গাজী রেবেকা রওশন এবং সাবেক বিজিবি প্রধান মেজর জেনারেল মো. সাফিনুল (অবসরপ্রাপ্ত) ও তার স্ত্রী সোমা ইসলামের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে মো.
আবেদনে উল্লেখ করা হয়, ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর নামে ১৩টি বিও হিসাবে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল অস্থাবর সম্পত্তি রয়েছে যা উত্তোলন করে তারা বিদেশে পাচারের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাফিনুলের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন সূত্রে জানা যায়, তার ও তার স্ত্রী সোমা ইসলামের নামে সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের এফডিআর, সঞ্চয় হিসাব ও চলতি হিসাবে মোট ৬ কোটি ২০ লাখ ৫ হাজার ৯৬৩ টাকা রয়েছে। অনুসন্ধানে জানা যায় এসব নগদায়ন করে স্থানান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
উৎস: Samakal
কীওয়ার্ড: র জউক অবর দ ধ অবর দ ধ র
এছাড়াও পড়ুন:
পটুয়াখালীতে বিএনপির সম্মেলনে প্রধান অতিথি তারেক রহমান
পটুয়াখালীতে শুরু হয়েছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২ জুলাই) বেলা সোয়া ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। বিকেলে ১ হাজার ৫০০ কাউন্সিলর ডেলিগেট গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
পটুয়াখালীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন পরিচালনার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন।
সম্মেলনে সভাপতিত্ব করছেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া। সঞ্চালনা করছেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
২০০২ সালে জেলা বিএনপির সম্মেলনে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ঢাকা/ইমরান/রফিক