কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য ফিনিশিয়ান স্কিম’এর প্রচারণায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলচ্চিত্র শুল্কের প্রস্তাব নিয়ে ব্যঙ্গ করেন খ্যাতনামা পরিচালক ওয়েস অ্যান্ডারসন।

সিনেমাটির নিয়ে সংবাদ সম্মেলন করেন পুরো টিম। এ সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অ্যান্ডারসন বলেন, ‘মুভিটাকে কি কাস্টমসে আটকে রাখবে? এটা তো এভাবে পাঠানো হয় না।’ তার এমন মন্তব্যের পর হল জুড়ে হাসির রুল পড়ে যায়।  

প্রসঙ্গত, ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিদেশে শুটিং হওয়া আমেরিকান সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। কানে নিজের সিনেমার প্রচারণায় এসে ট্রাম্পের এমন নীতি নিয়েই ব্যঙ্গ করলেন পরিচারক। 

ওয়েস অ্যান্ডারসনের নতুন চলচ্চিত্র ‘দ্য ফিনিশিয়ান স্কিম’ আংশিকভাবে জার্মানিতে শুটিং হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক মজা করে বলেন, ‘আমি তো ভেবেছিলাম উনি (ট্রাম্প) আমাদের ছবি দেখে প্রশংসা করছেন। উনি কি ছবিটা দেখেছেন নাকি?’

এরপর তিনি বলেন, ‘১০০% শুল্কের কথা আমি আগে শুনিনি। এটা মানে কি উনি পুরো টাকাটাই নিয়ে নেবেন? তাহলে আমরা কী পাবো? ব্যাপারটা জটিল। সিনেমা তো আসলে এমনভাবে শিপ হয় না।’

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ ছবিতে অভিনয় করেছেন বেনিসিও দেল তোরো, মাইকেল সেরা এবং নবাগত মিয়া থ্রিপলেটন। থ্রিপলেটন হলিউড তারকা কেট উইন্সলেটের কন্যা।

দেল তোরো ছবিতে একজন শিল্পপতি জ্সা-জা কর্ডা চরিত্রে অভিনয় করেছেন, যিনি বারবার হত্যাচেষ্টার শিকার হন। মিয়া থ্রিপলেটন তার মেয়ে ‘সিস্টার লাইসেল’-এর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন সন্ন্যাসিনী, ধূমপায়ী ও মদ্যপ। মাইকেল সেরা অভিনয় করেছেন একজন সন্দেহজনক গৃহশিক্ষকের চরিত্রে।

ছবিটির সহ-লেখক রোমান কপোলার সঙ্গে কাজ করেছেন অ্যান্ডারসন। পরিচালক জানান, ছবির প্রাথমিক ভাবনা ছিল একজন ক্ষমতাশালী ব্যবসায়ীকে ঘিরে যিনি তার সিদ্ধান্তের সামাজিক প্রভাব নিয়ে উদাসীন।

সাংবাদিক সম্মেলনে অ্যান্ডারসন আরও জানান, তিনি রোমান কপোলা ও রিচার্ড আয়োয়াডেকে নিয়ে একটি নতুন সিনেমার চিত্রনাট্য লিখছেন। তিনি বলেন, ‘এই ছবিটাও বেশ অন্ধকারময় হবে। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না, তবে কিছু তো ঘোষণা করতেই হবে।’

এছাড়া পরিচালক জানান, ভবিষ্যতে মাইকেল সেরা ও বিল মারেকে নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। সেরাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চলুন হাত মেলাই, যেন এটা অফিসিয়ালি থাকে। অনেকে ‘হ্যাঁ’ বলে পরে আর করে না।’’

বিল মারেকে উদ্দেশ করে তিনি আরও মজা করে বলেন, “চলো ‘The Life Aquatic 2’ বানাই, কেমন?”

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ সীমিত পরিসরে আগামী ৩০ মে মুক্তি পাচ্ছে।  ৬ জুন থেকে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছেণ পরিচালক। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব অ য ন ড রসন চলচ চ ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

বিয়ের দুই সপ্তাহ যেতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার

বিশ্ব ফুটবলজুড়ে শোকের ছায়া। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগালের তারকা ফরোয়ার্ড ডিয়োগো জোটা। বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। বিয়ের মাত্র দুই সপ্তাহ পরই না ফেরার দেশে পাড়ি জমালেন এই প্রতিভাবান ফুটবলার। 

রয়টার্স জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর স্পেনের জামোরা প্রদেশের সারনাদিল্লা অঞ্চলে। স্থানীয় সময় ভোরে এ পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে। এতে জোটার সঙ্গে তার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও ঘটনাস্থলেই প্রাণ হারান। জোটার মত সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। তবে স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করতে পারেনি, কে গাড়ি চালাচ্ছিলেন বা কী ভাবে দুর্ঘটনা হয়েছে।

মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। এই জুটির তিনটি সন্তান আছে। গত ২২ জুন পোর্তোয় বিয়ের ছবি সামাজিক কিছুদিন আগে (২৮ জুন) পোস্ট করেন জোতা। এরপর নিয়মিতই নিজেদের ছবি পোস্ট করেছেন। এর মধ্যেই ভেসে এল এমন মর্মান্তিক খবর।

দুর্ঘটনার মাত্র একদিন আগেই একটি সাক্ষাৎকারে স্ত্রী রুতে কারদোসো ও তিন সন্তানকে নিয়ে জোটা বলেছিলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ।’ মাত্র দুই সপ্তাহ আগে পর্তুগালের পোর্তোতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি।

পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএঞ্জা জোতা ও তার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করে শোকবার্তায় বলেন, ‘ডিয়োগো শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নয়, ছিলেন একজন দারুণ মানুষ। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলেছেন। তার প্রাণবন্ততা ও আন্তরিকতা সবসময়ই মনে রাখবে পর্তুগাল।’

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোটা। তার পরেই তৎকালীন কোচ জার্গেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মৌসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • মামদানির জয়ে ইসলামবিদ্বেষের জ্বালা
  • ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা
  • ‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’
  • আশ্রয়শিবিরে রোহিঙ্গা শিশুদের পাঠদান আবার শুরু, স্থানীয় শিক্ষকদের পুনর্বহালের আশ্বাস
  • ‘কিল বিল’ তারকা মাইকেল মারা গেছেন
  • বোমা হামলার হুমকি, সাময়িক বন্ধ ছিল কানাডার ৬ বিমানবন্দরের ফ্লাইট
  • আমাজনের বৃষ্টিবনে
  • দালাই লামার উত্তরসূরি কীভাবে নির্বাচন করা হবে
  • ‘উপহাসে এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না’
  • বিয়ের দুই সপ্তাহ যেতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার