টেকনাফে বিদেশি পিস্তল, গুলি, মাদকসহ তিনজন আটক, একজন গুলিবিদ্ধ
Published: 19th, May 2025 GMT
কক্সবাজারের টেকনাফের তুলাতলী ঘাট এলাকায় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি গুলি, ৩০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তিদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রোববার রাত আড়াইটার দিকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।
আটক তিনজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো.
কোস্টগার্ড জানিয়েছে, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যেই একটি নৌকা দেখতে পেয়ে রাতে থামার সংকেত দেয় কোস্টগার্ড। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা কোস্টগার্ডের দিকে গুলি ছুড়ে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করেন। কোস্টগার্ডও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়ে নৌকাটিকে ধাওয়া করে। প্রায় এক ঘণ্টা পর নৌকাটি জব্দ করতে সক্ষম হয় কোস্টগার্ড। নৌকা থেকে গুলিবিদ্ধ একজনসহ তিনজনকে আটক করা সম্ভব হলেও আরও চারজন সাগরে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে গেছেন। নৌকায় তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪টি গুলি ও ৩০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক তিনজনই মাদক কারবারি। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ সাঈদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গুলিবিদ্ধ শুক্কুরকে কোস্টগার্ড সদস্যরা হাসপাতালটিতে নিয়ে যান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পিঠে গুলিবিদ্ধ শুক্কুরের অবস্থা শঙ্কাজনক।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দাবা খেলায় একজনের প্রতিপক্ষ ১ লাখ ৪০ হাজার জন
অনলাইনে দাবা খেলছেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। ওই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ১ লাখ ৪০ হাজার জন! খেলা চলছে প্রায় দেড় মাস ধরে! ম্যাচের নাম ‘ম্যাগনাস কার্লসেন বনাম দ্য ওয়ার্ল্ড’।
ভাবছেন, এ আবার কেমন ম্যাচ, কীভাবেই–বা চলছে এটির খেলা? দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন এ মেগা ম্যাচ খেলা শুরু করেছেন গত ৪ এপ্রিল।
অনলাইনে চলা ওই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ‘টিম ওয়ার্ল্ড’ অর্থাৎ পুরো বিশ্ব বা ১ লাখ ৪০ হাজার মানুষ। তবে তিনি এই বিপুলসংখ্যক মানুষের সঙ্গে একসঙ্গে এতগুলো আলাদা ম্যাচ খেলছেন না, বরং একটি মাত্র বোর্ডে একটি ম্যাচ খেলছেন। তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষের চাল আসে সর্বাধিক ভোটের ভিত্তিতে। প্রতিবার ভোটে যে চালের পক্ষে সর্বাধিক মত আসে, সেই চাল দেওয়া হয়। উভয় পক্ষ প্রতিবার নিজের চাল দেওয়ার জন্য সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় পায়।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়োজনকে বলা হচ্ছে ‘ফ্রিস্টাইল দাবা’, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে আলোচনা করে, কখনও সার্চইঞ্জিন ব্যবহার করেও চাল নির্বাচন করে। এটি দাবা খেলার একটি ধরন, যেখানে খেলোয়াড়েরা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজেদের কৌশল, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খেলে থাকেন।
কার্লসেন এ ম্যাচ সহজে জিতবেন বলে শুরুতে আভাস দেওয়া হয়েছিল। তবে টিম ওয়ার্ল্ড যদি দাবার বোর্ডে কার্লসেনের রাজাকে তিনবার চেক দিতে পারে, তবে ম্যাচটি ড্র হবে।
এক বিবৃতিতে কার্লসেন বলেছেন, এখন খেলা যে পথে এগোচ্ছে, তাতে হয়তো ম্যাচ ড্র হবে। কার্লসেন আরও বলেন, ‘খেলার শুরুর দিকে মনে হচ্ছিল, আমি কিছুটা এগিয়ে আছি, কিন্তু পরে হয়তো ঠিকঠাক চালগুলো দিতে পারিনি। সত্যি বলতে, এর পর থেকে তারা আমাকে একটাও সুযোগ দেয়নি।’
মাত্র ১৩ বছর বয়সে দাবায় গ্র্যান্ডমাস্টার হন কার্লসেন। তাঁর বয়স এখন ৩৪ বছর। ২০১১ সাল থেকে তিনি বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড়।
এর আগে ১৯৯৯ সালে রুশ গ্র্যান্ডমাস্টার গ্যারি ক্যাসপারভ ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ টিম ওয়ার্ল্ড প্রতিপক্ষের সঙ্গে অনলাইনে দাবা খেলেছিলেন।