গাজায় চলমান ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের হাইফা বন্দরে ‘সমুদ্র অবরোধের’ ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী।
সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এ ঘোষণার মুহূর্ত থেকে হাইফা বন্দর লক্ষ্যবস্তু হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এই বন্দরে অবস্থান করা বা এর দিকে যাত্রা করা সব জাহাজ সংশ্লিষ্ট কোম্পানিকে বিষয়টি অবহিত করা হচ্ছে।
গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন নিশানায় ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে হুতিরা। তবে বেশির ভাগ হামলাই ইসরায়েল প্রতিহত করেছে। হুতিদের হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। আলজাজিরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত