বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বুধবার (২১ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ঘরের মাঠে আয়োজিত এই সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান আলি আগা। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান।

দলে আরও আছেন আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ ও হাসান আলি। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। অভিজ্ঞ ও তারুণ্যের একটি চমৎকার মিশ্রণ রয়েছে দলে।

তবে এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদিও।

আরো পড়ুন:

পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ, সব ম্যাচ লাহোরে

ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা

এই সিরিজ আয়োজনের চূড়ান্ত ঘোষণা আসে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কূটনৈতিক আলোচনা শেষে। গতকাল মঙ্গলবার, পিসিবি চেয়ারম্যান সৈয়দ মোহসিন রেজা নাকভি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ পাঁচ ম্যাচ নয়, তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে। নিরাপত্তাজনিত কারণে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘এই সফর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ক্রীড়াভিত্তিক সৌহার্দ্যকে এগিয়ে নেবে।’’

সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৫ মে, ২৭ মে ও ৩০ মে অনুষ্ঠিত হবে। এটি পাকিস্তান দলের নতুন হেড কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে।

১৬ সদস্যের পাকিস্তান দল:
সালমান আলি আগা (অধিনায়ক)
শাদাব খান (সহ-অধিনায়ক)
আবরার আহমেদ
ফাহিম আশরাফ
ফখর জামান
হারিস রউফ
হাসান আলি
খুশদিল শাহ
হুসেইন তালাত
হাসান নওয়াজ
মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)
মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
নাসিম শাহ
সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক)
মুহাম্মদ ইরফান খান
মোহাম্মদ ইরফান খান (উইকেটরক্ষক)।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিকাতর হানিফ সংকেত

তিনি ছিলেন গানপাগল একজন মানুষ। গানের ভেতরেই ছিল যার নিঃশ্বাস, আবেগ, আত্মা। তিনি এন্ড্রু কিশোর—বাংলা চলচ্চিত্রের অমর ‘প্লেব্যাক সম্রাট’। রবিবার (৬ জুলাই) তার পঞ্চম প্রয়াণ দিবস। এ দিনটিতে বন্ধুকে হারানোর বেদনায় স্মৃতিকাতর হয়ে পড়েন বরেণ্য ব্যক্তিত্ব হানিফ সংকেত। 

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও নির্মাতা হিসেবে বহুদিন একসঙ্গে পথচলা, আড্ডা, কাজ—সব মিলিয়ে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যে। সেই বন্ধুর স্মৃতিতে হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন হানিফ সংকেত। 

লেখার শুরুতে হানিফ সংকেত লেখেন, “আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।” 

একসঙ্গে বিভিন্ন দেশ ভ্রমণের স্মৃতিচারণ করে হানিফ সংকেত লেখেন, “কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতেও পারতো। চার দশকের বেশি সময়ের সম্পর্ক ছিল আমাদের। একসঙ্গে অনেক দেশ সফর করেছি, অনেক আড্ডা দিয়েছি। ‘ইত্যাদি’-তে সে ছিল প্রায় নিয়মিত শিল্পী।” 

প্রিয় বন্ধুকে কখনো ভুলতে পারবেন না। তা জানিয়ে হানিফ সংকেত লেখেন, “একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই সে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু, ভুলিনি তোমায়—ভুলব না, ভুলতেও পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।” 

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ২০২০ সালের ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দেওয়া এই কিংবদন্তি শিল্পী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ