বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর-শাহিন-রিজওয়ান
Published: 21st, May 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বুধবার (২১ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ঘরের মাঠে আয়োজিত এই সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান আলি আগা। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান।
দলে আরও আছেন আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ ও হাসান আলি। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। অভিজ্ঞ ও তারুণ্যের একটি চমৎকার মিশ্রণ রয়েছে দলে।
তবে এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদিও।
আরো পড়ুন:
পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ, সব ম্যাচ লাহোরে
ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
এই সিরিজ আয়োজনের চূড়ান্ত ঘোষণা আসে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কূটনৈতিক আলোচনা শেষে। গতকাল মঙ্গলবার, পিসিবি চেয়ারম্যান সৈয়দ মোহসিন রেজা নাকভি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ পাঁচ ম্যাচ নয়, তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে। নিরাপত্তাজনিত কারণে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘এই সফর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ক্রীড়াভিত্তিক সৌহার্দ্যকে এগিয়ে নেবে।’’
সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৫ মে, ২৭ মে ও ৩০ মে অনুষ্ঠিত হবে। এটি পাকিস্তান দলের নতুন হেড কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে।
১৬ সদস্যের পাকিস্তান দল:
সালমান আলি আগা (অধিনায়ক)
শাদাব খান (সহ-অধিনায়ক)
আবরার আহমেদ
ফাহিম আশরাফ
ফখর জামান
হারিস রউফ
হাসান আলি
খুশদিল শাহ
হুসেইন তালাত
হাসান নওয়াজ
মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)
মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
নাসিম শাহ
সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক)
মুহাম্মদ ইরফান খান
মোহাম্মদ ইরফান খান (উইকেটরক্ষক)।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে বার ভবনের ৩য় তলায় আইনজীবী ফোরামের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের সদস্য সচিব এড. কাজী আব্দুল গাফ্ফার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের আহ্বায়ক এড. জাকির হোসেন।
এসময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ঘরানার যেসকল আইনজীবী আছে প্রত্যেকের মধ্যে ঐক্য গঠন করে এদেশের আইনঙ্গনে নেতৃত্ব দেওয়া এবং সাধারণ মানুষের আইনের অধিকারকে প্রতিষ্ঠিত করা। আর এটাই হচ্ছে আইনজীবী ফোরাম গঠনের মূল লক্ষ্য।
জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে সেই পরিবর্তন আমাদের মনের মধ্যেও আনতে হবে। জুলাই বিপ্লবে যারা আসামী হয়েছে তাদের কোন কাজ আইনজীবীরা করবেনা। আইনজীবী ফোরামের সদস্যদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হবে।
এছাড়াও এবারের আইনজীবী সমিতির নির্বাচন অন্যান্যবারের তুলনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে। এবারের নির্বাচন সারাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদেরকে আপনারা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করেছেন সেই অপরাধে আমরা অপরাধী হতে চাইনা।
তাই আইনজীবী সমিতির নির্বাচনের পরেই আইনজীবী ফোরামের নির্বাচন দিলে সকলের জন্য ভালো হবে। যে ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সেই সুষ্ঠু, অবাধ ভোটের লড়াই আমরা নারায়ণগঞ্জ বারে উপহার দিবো।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বার ইউনিটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. বেনজীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক এড. জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক এড. মেহেবুব আরেফিন শিমু, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. আসমা হেলেন বিথী, সামছুন নুর বাঁধন৷ এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বারের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, বারের সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সিনিয়র এড. রফিক আহমেদ, পিপি এড. আবুল কালাম আজাদ, সিনিয়র আইনজীবী বারী ভূইয়া সহ প্রমুখ।