দুই মাসের বেতন বকেয়া, শ্রীপুরে এমকে ফুটওয়্যার শ্রমিকদের বিক্ষোভ
Published: 24th, May 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার প্রায় পাঁচশ’ শ্রমিক।
শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে তারা মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার কারখানার সামনে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের এপ্রিল মাসসহ মোট দুই মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বেতন পরিশোধ করা হয়নি। শনিবার সকালে তারা কারখানায় এসে দেখেন, ভেতরের গেটে তালা ঝুলিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
কারখানার এক শ্রমিক নাজমুল হাসান বলেন, ‘‘চলতি মাসসহ দুই মাসের বেতন এখনো পাইনি। তাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছি।’’
আরেক শ্রমিক মামুন বলেন, ‘‘ভেতরে প্রবেশ করে দেখি কারখানায় তালা ঝুলানো। সামনে ঈদ, আমরা চলব কীভাবে?’’
এ বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘‘শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। কারখানাও খুলে দেওয়া হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।’’
বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল কারখানায় পৌঁছায়। শ্রীপুর সাব জোন ইনচার্জ মো.
বিল বকেয়া থাকায় কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে বলে তিনি জানান। তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঢাকা/রফিক/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরিশ্রম করে রোজগার করি, জরিমানা দিতে চাই না: বুমরাহ
লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংলিশ ব্যাটিং লাইনআপকে ভেঙে চুরমার করে দিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৫তম ফাইফার তুলে নিয়েছেন বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই পেস তারকা। হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও জোফরা আর্চারকে ফিরিয়ে দেন তিনি।
তবে বুমরাহর ফাইফারের চেয়েও এ দিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বলের মান নিয়ে তীব্র অসন্তোষ। নতুন বল নেওয়ার পর মাত্র ৬৩ বল খেলতেই তা আকার হারায়। পরে পরিবর্তিত বলটিও মাত্র ৪৮ বল পরেই আবার বদলাতে হয়। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন অধিনায়ক শুভমান গিল। অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং শরফুদ্দৌলার সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলতেও দেখা যায় তাকে।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের সামনে বুমরাহ বলেন, ‘বারবার বল বদলাতে হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এ নিয়ে কিছু বললে জরিমানা দিতে হতে পারে। আমি পরিশ্রম করে রোজগার করি, জরিমানা দিয়ে দিতে চাই না।’ এরপর হেসে যোগ করেন, ‘আমরা যা বল পেয়েছি, সেটি দিয়েই বল করেছি। মাঝে মাঝে বল ভালো থাকে, মাঝে মাঝে খারাপ থাকে। এটা খেলারই অংশ। আমরা কিছুই করতে পারি না, মানিয়ে নিতে হয়।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তবু তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাকে। এ নিয়ে তিনি বলেন, ‘অনেক ক্লান্ত ছিলাম। তাছাড়া এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না। পাঁচ উইকেট নিলেই লাফিয়ে উল্লাস করার বয়স পেরিয়ে এসেছি। পরের বল করাই এখন লক্ষ্য।’
তবে ঐতিহাসিক লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ নাম ওঠা নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত। বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। ভবিষ্যতে ছেলেকে বলার মতো গল্প পেলাম।’
এই পারফরম্যান্সের মাধ্যমে বুমরাহ ভেঙেছেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ডও। বিদেশের মাটিতে ১৩ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট তুলে নিয়ে পেছনে ফেলেছেন কপিল দেবকে, যার ঝুলিতে ছিল ১২টি ফাইফার।