ক্লাস চলাকালীন অনুষ্ঠান করতে না দেওয়া ক্ষোভে রাজধানীর একটি কলেজে হামলা করছে ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাস্থলে থেকে ৬ জন হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার রাজধানীর মিরপুর- ১৩ নম্বরে অবস্থিত সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হাসনাত মো.

ইয়াহিয়া সমকালকে বলেন, ‘দুপুর দুইটার দিকে কাফরুল থানা ছাত্রদলের ৪নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহবুব এসে আমাদের কলেজে একটি অনুষ্ঠান করবে বলে জানান। অধ্যক্ষ বলেন ক্লাস চলাকালীন অনুষ্ঠান করা যাবে না। এই কথা শুনে চলে গেলেও একঘণ্টা পর ফের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে ফিরে আসেন। মব তৈরি করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরও বলেন, ‘এই ঘটনা অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অনুষ্ঠান করতে না দেওয়ায় আমাকে আওয়ামী লীগের দোসর বলে গালাগালি করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলাবাহিনীকে জানানো হয়। তারা এসে ছয়জনকে আটক করে নিয়ে যায়।’ তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

আহত শিক্ষার্থীরা হলেন, মো. রিফাত আহমেদ, রাকিবুল হাসান, আয়নার হোসাইন, তরজু, সাঈদ আল রহমান,রাজু, আলী কদম, হোসাইন, সাব্বির রহমান, সাফি ও রাতুল।

এই ব্যাপারে কাফরুল থানার ওসি কাজী গোমাল মোস্তফা সমকালকে বলেন, ‘শিক্ষার্থীর ওপরে হামলার ঘটনার ৬ জনকে সেনাবাহিনী আটক করে নিয়ে গেছে। আটকরা হলেন, ফরসাল মাহবুব, রিফাত আহমেদ, শাহরিয়ার প্রান্ত, আতাউর রহমান, আকাশ। বাকি একজনের নাম জানা যায়নি। কলেজ কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ বিষয়টি তদন্ত করবে।’

এই বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘কাফরুল থানা ছাত্রদলের কোনো কমিটি নেই। কলেজে কারা হামলা করেছে এই বিষয়ে আমার জানা নাই। আমাদের নেতাকর্মী সেখানে যায়নি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল আহত ছ ত রদল র ন ত কর

এছাড়াও পড়ুন:

সাকিব–মিরাজ–রিশাদদের শিরোপা জেতালেন পেরেরা–রাজা

শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। আজ ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাঁদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর। ম্যাচটি হেরেছে তারা ৬ উইকেটে।

রান তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোয় মনে হয়েছিল শিরোপা হয়তো আর জিততে পারছেন না সাকিব-মিরাজ-রিশাদরা। কিন্তু শেষ দিকে আজই ইংল্যান্ড থেকে উড়ে আসা সিকান্দার রাজা ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে লাহোর।

রিশাদের উইকেট পাওয়ার উচ্ছ্বাস

সম্পর্কিত নিবন্ধ