ক্লাস চলাকালীন অনুষ্ঠান করতে না দেওয়া ক্ষোভে রাজধানীর একটি কলেজে হামলা করছে ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাস্থলে থেকে ৬ জন হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার রাজধানীর মিরপুর- ১৩ নম্বরে অবস্থিত সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হাসনাত মো.

ইয়াহিয়া সমকালকে বলেন, ‘দুপুর দুইটার দিকে কাফরুল থানা ছাত্রদলের ৪নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহবুব এসে আমাদের কলেজে একটি অনুষ্ঠান করবে বলে জানান। অধ্যক্ষ বলেন ক্লাস চলাকালীন অনুষ্ঠান করা যাবে না। এই কথা শুনে চলে গেলেও একঘণ্টা পর ফের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে ফিরে আসেন। মব তৈরি করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরও বলেন, ‘এই ঘটনা অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অনুষ্ঠান করতে না দেওয়ায় আমাকে আওয়ামী লীগের দোসর বলে গালাগালি করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলাবাহিনীকে জানানো হয়। তারা এসে ছয়জনকে আটক করে নিয়ে যায়।’ তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

আহত শিক্ষার্থীরা হলেন, মো. রিফাত আহমেদ, রাকিবুল হাসান, আয়নার হোসাইন, তরজু, সাঈদ আল রহমান,রাজু, আলী কদম, হোসাইন, সাব্বির রহমান, সাফি ও রাতুল।

এই ব্যাপারে কাফরুল থানার ওসি কাজী গোমাল মোস্তফা সমকালকে বলেন, ‘শিক্ষার্থীর ওপরে হামলার ঘটনার ৬ জনকে সেনাবাহিনী আটক করে নিয়ে গেছে। আটকরা হলেন, ফরসাল মাহবুব, রিফাত আহমেদ, শাহরিয়ার প্রান্ত, আতাউর রহমান, আকাশ। বাকি একজনের নাম জানা যায়নি। কলেজ কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ বিষয়টি তদন্ত করবে।’

এই বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘কাফরুল থানা ছাত্রদলের কোনো কমিটি নেই। কলেজে কারা হামলা করেছে এই বিষয়ে আমার জানা নাই। আমাদের নেতাকর্মী সেখানে যায়নি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল আহত ছ ত রদল র ন ত কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ