বিদেশে মাস্টার্স করার স্বপ্ন পূরণের জন্য একটি পরিকল্পিত আবেদন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রস্তুতি এবং যথাযথ পদক্ষেপ অনুসরণ করলে এই যাত্রা অনেক সহজ হয়ে যায়। বিদেশে মাস্টার্স আবেদনের জন্য ধাপে ধাপে যা করবেন, তার একটি বিস্তারিত ধারণা দেওয়া হলো:
লক্ষ্য নির্ধারণ ও গবেষণা (৬-১২ মাস আগে)
দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন:
প্রথমেই আপনি কোন দেশে যেতে চান, তা ঠিক করুন। এরপর সেই দেশের শিক্ষা ব্যবস্থা, জীবনযাত্রার ব্যয়, আবহাওয়া, চাকরির বাজার, এবং আপনার পছন্দের বিষয়ের জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গবেষণা করুন। বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং গবেষণা সুযোগ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করুন।
কোর্স ও প্রোগ্রাম নির্বাচন:
আপনি যে বিষয়ে মাস্টার্স করতে চান, সেটির বিশ্বব্যাপী চাহিদা, ভবিষ্যতের কর্মসংস্থান এবং আপনার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর্স বা প্রোগ্রাম নির্বাচন করুন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কোর্সের সিলেবাস, গবেষণার সুযোগ এবং ফ্যাকাল্টি সম্পর্কে বিস্তারিত জানুন।
ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয়তা যাচাই:
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তির যোগ্যতা (GPA/CGPA), ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা (IELTS/TOEFL), এবং অন্যান্য পরীক্ষার স্কোর (GRE/GMAT যদি প্রয়োজন হয়) থাকে। এগুলো ভালোভাবে দেখে নিন এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন।
প্রয়োজনীয় পরীক্ষার প্রস্তুতি (৪-৬ মাস আগে)
ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা (IELTS/TOEFL): প্রায় সব বিদেশি বিশ্ববিদ্যালয়েই ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে IELTS বা TOEFL স্কোর চাওয়া হয়। আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর ন্যূনতম স্কোর দেখে সে অনুযায়ী প্রস্তুতি নিন এবং পরীক্ষায় অংশগ্রহণ করুন। সাধারণত, আবেদন করার অন্তত ১৫-২০ দিন আগে ফলাফল হাতে পাওয়ার মতো সময় নিয়ে পরীক্ষা দেওয়া উচিত। কিছু ক্ষেত্রে, ইংরেজি মাধ্যমে স্নাতক ডিগ্রি সম্পন্ন হলে MOI (Medium of Instruction) সার্টিফিকেট দিয়েও কাজ হতে পারে, তবে এটি দেশ ও বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হয়।
GRE/GMAT (যদি প্রয়োজন হয়): বিশেষ করে যুক্তরাষ্ট্র বা কানাডার অনেক বিশ্ববিদ্যালয় এবং কিছু নির্দিষ্ট প্রোগ্রামের (যেমন: MBA) জন্য GRE (Graduate Record Examinations) বা GMAT (Graduate Management Admission Test) স্কোর চাওয়া হতে পারে। আপনার নির্বাচিত প্রোগ্রামের জন্য এটি প্রয়োজন কিনা, তা জেনে প্রস্তুতি শুরু করুন।
কাগজপত্র প্রস্তুত করা (৩-৬ মাস আগে)
বিদেশে মাস্টার্স আবেদনের জন্য সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হয়:
শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট: আপনার সকল একাডেমিক ডিগ্রির (এসএসসি, এইচএসসি, স্নাতক) সনদপত্র এবং মার্কশিটের সত্যায়িত কপি। যদি মার্কশিট ও সার্টিফিকেট বাংলায় থাকে, তবে  সেগুলো ইংরেজিতে অনুবাদ করে নিতে হবে।
পাসপোর্ট: একটি বৈধ এবং মেয়াদোত্তীর্ণ হয়নি এমন পাসপোর্ট থাকতে হবে।
ইংরেজি ভাষার দক্ষতার সনদ: IELTS বা TOEFL পরীক্ষার স্কোর রিপোর্ট।
জীবনবৃত্তান্ত : আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা (যদি থাকে), গবেষণা, প্রকাশনা এবং অন্যান্য দক্ষতা তুলে ধরুন।
সুপারিশপত্র (Letter of Recommendation): সাধারণত ২-৩টি সুপারিশপত্র প্রয়োজন হয়। আপনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা কর্মক্ষেত্রের উর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে এটি সংগ্রহ করুন। সুপারিশকারী যেন আপনার একাডেমিক বা পেশাগত দক্ষতা, কাজের নীতি এবং নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। পিএইচডি আছে এমন শিক্ষক বা সুপারভাইজরের কাছ থেকে সুপারিশপত্র নেওয়া ভালো।
উদ্দেশ্য বিবৃতি (Statement of Purpose - SOP) বা ব্যক্তিগত বিবৃতি (Personal Statement): এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেখানে আপনি কেন এই বিশেষ প্রোগ্রামে পড়তে চান, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী এবং কেন আপনি এই বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত প্রার্থী, তা বিস্তারিতভাবে তুলে ধরতে হয়।
আর্থিক সচ্ছলতার প্রমাণ (Proof of Funds): টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য আপনার বা আপনার স্পন্সরের পর্যাপ্ত আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে। এর জন্য ব্যাংক স্টেটমেন্ট, স্কলারশিপের প্রমাণপত্র বা স্পন্সরের আয়ের উৎস সম্পর্কিত কাগজপত্র প্রয়োজন হতে পারে।
গুরুত্বপূর্ণ টিপস:
lসব ডকুমেন্ট ইংরেজি ভাষায় থাকতে হবে। যদি মূল ডকুমেন্ট বাংলায় থাকে, তবে সেগুলো নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত অনুবাদ করে নিতে হবে।
l প্রতিটি ডকুমেন্টের একাধিক কপি এবং ডিজিটাল কপি (PDF) সংরক্ষণ করুন।
l নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করুন। অধিকাংশ বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব অনলাইন পোর্টাল থাকে।
lস্কলারশিপের জন্য আবেদন: আপনি যদি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান, তবে আলাদাভাবে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। 
স্কলারশিপের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, এবং আবেদনের সময়সীমা ভালোভাবে জেনে নিন। 
lঅফার লেটার গ্রহণ: আবেদন করার পর বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেলে সেটি ভালোভাবে পরীক্ষা করুন। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক গজপত র র ব শ বব প রস ত ত র জন য পর ক ষ য গ যত আপন র

এছাড়াও পড়ুন:

দুই মাস স্থগিত পেট্রলপাম্প ধর্মঘট

তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১০ দফা দাবিতে ডাকা পেট্রল পাম্পের ধর্মঘট দুই মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। আজ রোববার কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত এই পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, আজ রোববার সকাল ৬টায় কর্মবিরতির কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন একটি বৈঠক হয়।  বৈঠকে জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তাই সারাদেশে কর্মবিরতি কর্মসূচি দুই মাসের জন্য স্থগিত করেছে।

আমাদের ন্যায্য দাবিগুলো ২ মাসের মধ্যে সুরাহা না হলে আবারও কর্মবিরতিতে যাওয়া হবে বলেও জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।

এদিকে আজ রোববার সারাদেশে পূর্ব ঘোষিত আট ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে সব পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি চলাচল বন্ধ থাকে।

এর আগে ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে জানানো হয়েছিল, ২৪ মের মধ্যে দাবি আদায় না হলে তারা ২৫ মে প্রতীকী কর্মসূচি পালন করবে। পরিষদের ঘোষণা অনুযায়ী, কর্মবিরতিতে জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু থাকবে। শুধু অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও যেসব পেট্রলপাম্পের সঙ্গে পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহের চুক্তি আছে, কেবল তারই পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহ করতে পারবে।

১০ দাবি হলো– সওজ অধিদপ্তরের ইজারা ভূমির মাশুল আগের মতো বহাল রাখা, নবায়নকালীন সময়ে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডারসহ আবেদন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিলে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা, বিএসটিআইয়ের আগের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই কার্যক্রম পরিচালনা, আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্ক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধন প্রথা বাতিল। 

এ ছাড়া বিভিন্ন স্থানে ঘর বা খোলা জায়গায় অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাঙ্কলরি চালক সংকট মোকাবিলায় চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করা, গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাঙ্কলরি যত্রতত্র থামানো যাবে না বলে দাবি জানানো হয়েছে। পেট্রোল পাম্প মালিকদের দাবি, তেলের ডিপো গেটে কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করতে হবে।  

এদিকে পেট্রোল পাম্প মালিকদের এ কর্মসূচিতে নৈতিক সমর্থন দেয় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মনোরঞ্জন ভক্ত এবং মহাসচিব ফারহান নূর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ দফা দাবি তুলে ধরে এ কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন জানান।

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙ্গিয়ে জমি দখল প্রকাশিত সংবাদে তোলপাড়
  • দুই মাস স্থগিত পেট্রলপাম্প ধর্মঘট
  • খুলনায় ট্যাংকলরি ও পেট্রোল পাম্পে ধর্মঘট
  • খুলনায় ১০ দফা দাবিতে ৮ ঘণ্টা জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ
  • চট্টগ্রামে বাড়তি দামে এলপি গ্যাস বিক্রি, ছয় পরিবেশকের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিপিসি
  • নাটোরে ১৬ টন সরকারি চাল জব্দ
  • অন্যের জমি বিক্রি করছিল তারা