শেরপুরে উপদেষ্টার গাড়িবহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬
Published: 26th, May 2025 GMT
শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ছয় সাংবাদিক আহত হয়েছেন। পরে সাংবাদিকরা নিউজ কাভার না করে ফিরে গেছেন।
সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় গারো পাহাড় এলাকায় এ হামলা হয়। হামলাকারীরা পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার তথ্য নিশ্চিত করেছেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
শেরপুরে বনের ভেতর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের পরিপ্রেক্ষিতে মুখোমুখি অবস্থানে স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ। বনের ভেতর ২২৩ একর খাস জমি আছে। এর মধ্যে ৩২ একর জমি পাথরমহাল হিসেবে সংরক্ষিত আছে। সম্প্রতি বনের ভেতরে বিস্তীর্ণ এই জায়গাজুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
উদ্ভুত এই পরিস্থিতিতে পর্যটনকেন্দ্রটি পরিদর্শনে এসেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। এ সময় পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষের ব্যক্তিরা উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা করেন স্থানীয়রা।
আহত সাংবাদিকরা হলেন—এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম এবং বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরো দুইজন।
এ ব্যাপারে নালিতাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির সঙ্গে সরাসরি কথা বলেন সাংবাদিকরা। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তবে, এ বিষয়ে শেরপুরের পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তারা উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকায় কেউ ফোন রিসিভ করেননি।
ঢাকা/তারিকুল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ ড় বহর উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।