গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক তৈরির কারখানায় ৯৩ জন শ্রমিকের দুই মাসের বেতন না দিয়ে পালিয়ে গেছে কর্মকর্তারা। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় এম ফোরটি ফোর নিটওয়্যার নামে পোশাক তৈরির কারখানায় ৯৩ জন শ্রমিক কাজ করেন। আজ তাদের বেতন দেওয়ার কথা থাকলেও শ্রমিকদের আন্দোলন দেখে পালিয়ে যায় কর্মকর্তারা। ফলে শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতন না পেয়ে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কর্মবিরতিসহ বিক্ষোভ সমাবেশ করেছে। এ ঘটনায় ঈদের আগে ৯৩ জন শ্রমিকের বকেয়া বেতন প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কারখানার শ্রমিকরা জানায়, এ কারখানার ৯৩ জন শ্রমিক গত মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। তারা কারখানার সামনেই বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের আন্দোলন দেখে দায়িত্বপ্রাপ্ত স্টাফরা বেতন পরিশোধ না করেই কৌশলে পালিয়ে যান। 

এ কারখানার শ্রমিক আনোয়ারুল ইসলাম, নিষাদ মিয়া ও নুর বেগম বলেন, মঙ্গলবার বেতন দেওয়ার কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কর্মকর্তারা বেতন না দিয়ে কারখানা থেকে পালিয়ে গেছেন। শ্রমিকরা গত ঈদুল ফিতরের পর থেকে বেতন পাননি। ফলে তারা দুই মাস বাড়ি ভাড়া দিতে পারেননি। তাই বাড়িওয়ালা বাসা ছাড়তে বলছেন। এবারের ঈদে বেতন না পেলে তাদের গ্রামের বাড়ি যাওয়া হবে না বলে শঙ্কা প্রকাশ করেন তারা। 

কারখানার ব্যবস্থাপক সাবেরা বেগম বলেন, শ্রমিকদের বেতন দ্রুত পরিশোধ করা হবে। এ বিষয়ে  কারখানার কর্মকর্তাদের নিয়ে মিটিং চলছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর ওসি কিরন কুমার রায় বলেন, আজ থেকে ওই কারখানায় বকেয়া বেতন নিয়ে সমস্যা চলছে। খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে যাতে শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান করা যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত র

এছাড়াও পড়ুন:

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নিজের শেষ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। 

আরো পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি রাজনীতি জীবনের দীর্ঘ পথচলা, পরিবারের ত্যাগ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, যারা মনোনয়ন পাননি তাদের ধর্য্য ধরারও আহ্বান জানান। 

মির্জা ফখরুল ইসলাম লেখেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!”

তিনি বলেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!”

“আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা কর্মীর আছে!”

তিনি আরো বলেন, “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন!  যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে! ”

সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, “আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ! বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সাথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার! ইনশাআল্লাহ!  আপনারা পাশে থেকেন।” 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ