আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। তবে, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ক্রেতার সমাগম অনেকটাই কম পশুর হাটগুলোতে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাপারী ও পশু নিয়ে হাটে আসা খামারিরা।

রবিবার (১ জুন) রাজধানীর উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন কোরবানির হাটে গিয়ে দেখা গেছে, হাট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে রাখা হচ্ছে কোরবানির পশু। বৃষ্টির মধ্যে কাদা-পানি থেকে রক্ষা করতে বালু নিয়ে গরুর দাঁড়ানোর জায়গা উঁচু করা হয়েছে, ত্রিপল ও পলিথিন দিয়ে উপরে দেওয়া হয়েছে ছাউনি। 

হাটে এখন পর্যন্ত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, ময়মনসিংহ, মাদারীপুর ও ফরিদপুর থেকে ট্রাকে করে কোরবানির পশু এনেছেন কৃষক, খামারি ও ব্যাপারীরা। এক লাখ ২০ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত গরুর দাম হাঁকছেন তারা।

আরো পড়ুন:

‘সরকার নির্ধারিত হাসিলের বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না’

কুড়িগ্রামে পশু হাটে অতিরিক্ত টাকা আদায়, বিএনপি নেতা আটক

খামারি ও ব্যাপারীরা বলছেন, রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পশু নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। টানা চারদিন ধরে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে হাটে ক্রেতা সমাগম কম। আগামী দুই-তিন দিন পর কোরবানির পশু বেচাকেনা জমে উঠতে পারে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু কেনাবেচা শুরু হবে। হাটে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তে বুথ বসানো হয়েছে।

হাটে পশু কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবারের চেয়ে এবারের কোরবানির পশুর দাম বাড়তি। অতিরিক্ত দামের জন্য পছন্দের পশু কিনতে চলছে টানাপোড়েন। যে টাকার বাজেট নিয়ে তারা হাটে কোরবানির পশু কিনতে এসেছেন, সেই টাকার মধ্যে মনের মতো পশু মিলছে না।

বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম দ্বিগুণ বাড়ায় বাড়তি দামে পশু বিক্র করতে হচ্ছে। গত বছরের তুলনায় ৫ থেকে ২০ হাজার টাকা বেশি দামে পশু বিক্রি করতে হচ্ছে।

বাসাবো কদমতলা থেকে বৃষ্টি ও কাদার মধ্যে হাটে গরু কিনতে আসা ব্যবসায়ী মোফাজ্জাল মিয়া বলেন, “বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভালোভাবে গরু দেখা যাচ্ছে না।”

চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে আসা ব্যাপারী সোরব আলী বলেন, “গত ৩০ মে ১৬টি গরু নিয়ে হাটে এসেছি। বৃষ্টির কারণে ক্রেতা খুবই কম। যারা গরু দেখতে আসছেন তারা দাম শুনে চলে যাচ্ছেন। গোখাদ্যের দাম অনেক বাড়তি, তাই এবার একটু বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের পাশে এই হাটের ইজারা পেয়েছে সিকদার কনস্ট্রাকশন। হাটের ইজারা মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩৩৪ টাকা।

ঢাকা/এনটি/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক রব ন র হ ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)

দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

সিরি ‘আ’

সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন

লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

ইংলিশ প্রিমিয়ার লিগ

সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ