খাগড়াছড়িতে ভারী বর্ষণ, কয়েক স্থানে পাহাড় ধস
Published: 1st, June 2025 GMT
খাগড়াছড়ি পার্বত্য জেলায় টানা তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে চেঙ্গী ও মাইনী নদীসহ স্থানীয় খাল ও ছড়ার পানি বৃদ্ধি পেয়েছে। কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধস হয়েছে।
আজ রবিবার (১ জুন) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা-রাঙ্গামাটির লংগদু সড়কের ইয়রাংছড়ি এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি ও গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কের আরো কয়েকটি নিচু স্থানে পানি উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
মাইনী নদীর পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে। খাগড়াছড়ি জেলা সদরের শালবন, ভুয়াছড়ি ও গুগড়াছড়ি, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ন্যান্সি বাজার এলাকায় পাহাড় ধসে গেছে। তবে সেখানে হতাহত হয়নি।
আরো পড়ুন:
ভূমিধসের শঙ্কা, লামায় ৬০ রিসোর্ট বন্ধ ঘোষণা
বৃষ্টিতে লামা-সুয়ালক সড়কের ৩ স্থানে ভাঙন, যান চলাচল বন্ধ
খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, বন্যা ও পাহাড় ধস মোকাবিলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। কিছু স্থানে পাহাড় ধস ঘটলে তা অপসারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র সেজন্য খোলা হয়েছে।
ঢাকা/রূপায়ন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প হ ড় ধস প হ ড় ধস সড়ক র
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল