কিশোরগঞ্জের মিঠামইনে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার গোপদীঘি ইউনিয়নের গোপদীঘি বাজারের এক হোটেলে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে মিঠামইন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, জলিল মিয়া নামে এক হোটেল দোকানি ওই শিশুকে সিঙ্গারা খাওয়ানোর কথা বলে দোকানের ভেতর নিয়ে যায়। একপর্যায়ে দাতে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে জলিল মিয়া পালিয়ে যায়। পরে ঘটনাটি মা বাবাকে জানায় ওই শিশু। তারা থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত দোকানি তিন সন্তানের জনক। তিনি একই ইউনিয়নের সরালিয়া হাটির খুর্শিদ মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদের রোববার সন্ধ্যায় অভিযুক্তের বিচার দাবিতে মিছিল করেছে গ্রামবাসী। অভিযুক্ত জলিল মিয়া বর্তমানে পলাতক রয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ

এছাড়াও পড়ুন:

সৈকতে ভেসে এল ট্রাউজার পরা অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার ফুলতলী সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর পরনে একটি ট্রাউজার রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, দুপুরের দিকে সৈকতে লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান এক বাসিন্দা। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।

জানতে চাইলে আনোয়ারা বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এখন পর্যন্ত লাশটির পরিচয় জানতে পারেননি। লাশের গায়ের চামড়া খসে গেছে। তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ