ঠিকাদারকে খুশি রাখতে তুঘলকি কাণ্ড ঘটিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালক (পিডি)। নওগাঁয় ওই ঠিকাদারকে দিয়ে খাল সংস্কারের কাজ করানো যায়নি বলে পিডি তাকে দিয়ে রাজশাহীতে একই কাজ করাচ্ছেন। 

বিএমডিএর কর্মকর্তারা বলছেন, নওগাঁয় কাজ করা সম্ভব না হলে সেই কার্যাদেশ স্থগিত বা বাতিল করতে হতো। তারপর রাজশাহীর কাজের দরপত্র আহ্বান করে কাজ দেওয়া উচিত ছিল। এখন যেটা করা হয়েছে, সেটা অনিয়ম।

এমন অনিয়ম করেছেন ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প-২য় পর্যায়’-এর পিডি নাজিরুল ইসলাম। ২১ লাখ ৯৯ হাজার টাকায় খাল খননের এ কাজটি করছে আরআর এন্টারপ্রাইজ নামের ঠাকুরগাঁওয়ের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রুহুল আমিন ঠাকুরগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি।

কাগজপত্রে দেখা গেছে, গত ২০ জানুয়ারি নওগাঁর মহাদেবপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় খাল সংস্কার এবং পাইপলাইন স্থাপনের কিছু কাজের দরপত্র আহ্বান করেন পিডি নাজিরুল ইসলাম। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকাদাররা দরপত্র জমা দেন। ১৭ এপ্রিল মহাদেবপুর উপজেলার বুজরুককান্তিপুর খাড়ি সংস্কারের কাজ দেওয়া হয় আরআর এন্টারপ্রাইজকে।

কিন্তু, এই প্রতিষ্ঠানটি কিছু দিন আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঘনশ্যামপুর থেকে হঠাৎপাড়া পর্যন্ত একটি খাল সংস্কারের কাজ শুরু করেছে। ইতোমধ্যে প্রায় ৬০০ মিটার খাল খনন সম্পন্ন হয়েছে। সম্প্রতি ঘনশ্যামপুর ব্রিজের কাছে দুটি স্কেভেটরের মাধ্যমে মাটি খননের কাজ করতে দেখা গেছে। সেখানে স্কেভেটরের দুই চালক ছাড়া কাউকে পাওয়া যায়নি।

বিএমডিএ সূত্র জানায়, মহাদেবপুরে মাত্র ৭০০ মিটার খাল সংস্কারের কাজটি দেওয়া হয়েছিল ২১ লাখ ৯৯ হাজার টাকায়। সামান্য কাজটির জন্য অতিরিক্ত টাকায় কার্যাদেশ দেওয়া হলেও খালে পানি চলে আসায় কাজটি শেষ পর্যন্ত করা যায়নি। তাই, ওই একই ঠিকাদারকে নতুন দরপত্র আহ্বান ছাড়াই রাজশাহীর গোদাগাড়ীতে কাজ দেওয়া হয়েছে। গোদাগাড়ীর খালটি সংস্কার হবে ১ হাজার ৬০০ মিটার। বিএমডিএর ওই সূত্র বলছে, ৭০০ মিটারের জন্যই ২২ লাখ টাকার কার্যাদেশ হলে ১ হাজার ৬০০ মিটারের জন্য আরো বেশি টাকা ব্যয় হওয়ার কথা। কিন্তু, ওই একই টাকায় ১ হাজার ৬০০ মিটার খাল সংস্কারের কাজ দেওয়া প্রমাণ করে, মহাদেবপুরের কাজের জন্য অতিরিক্ত টাকা ধরা হয়েছিল।

জানতে চাইলে পিডি নাজিরুল ইসলাম বলেন, “মহাদেবপুরের কাজের কার্যাদেশ দেওয়ার পর কাজ শুরুর আগেই খাড়িতে পানি চলে আসে। তাই, সেখানে কাজ করা যায়নি। এজন্য ওই ঠিকাদারকে গোদাগাড়ীতে একটি কাজ দেওয়া হয়েছে। এটি কোনো অনিয়ম নয়।”

তবে, বিএমডিএর অন্য একজন পিডি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, “কার্যাদেশ দেওয়ার পরও কোনো কাজ করা সম্ভব না হলে সেটি বাতিল বা স্থগিত করতে হয়। কিন্তু, ওই কাজের ঠিকাদারকে সন্তুষ্ট রাখতে অন্য কোনো কাজ দেওয়ার সুযোগ নেই। এটি অবশ্যই অনিয়ম। কারণ, দুটি কাজের পরিমাপসহ অন্যান্য প্রাক্কলন কখনো এক হয় না।”

এমন অনিয়ম করে কীভাবে কাজ পেলেন, জানতে চাইলে আরআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন বলেছেন, “এটা তো আমি বলতে পারব না। এটা বিএমডিএকে জিজ্ঞেস করলেই ভালো হয়। আমাকে কাজ দিয়েছে, আমি করছি। কাজও শেষের দিকে। আর এক কিলোমিটারের মতো কাজ বাকি আছে।”

এই অনিয়মের ব্যাপারে জানতে চাইলে বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব এনামুল কাদির বলেন, “এই বিষয়টা আমার জানা নেই। এ ব্যাপারে কোনো অভিযোগ হলে কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।”

ঢাকা/কেয়া/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৬০০ ম ট র ঠ ক দ রক ব এমড এ দরপত র ক জ কর র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)

দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

সিরি ‘আ’

সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন

লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

ইংলিশ প্রিমিয়ার লিগ

সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ