টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদে বেড়েছে পানি। এতে উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে। গত কয়েকদিনের বৃষ্টিতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে ১১৫ মেগাওয়াট। বর্তমানে এ কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রেখে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতদিন পানিস্বল্পতার কারণে একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল।

সোমবার (২ জুন) সকালে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত এ কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াটসহ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩ নম্বর ইউনিট বন্ধ আছে। 

তিনি আরো জানান, এতদিন কাপ্তাই হ্রদে পানিস্বল্পতায় কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে হতে শুধু একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হতো। গত শনিবার দুটি ইউনিট এবং গতকাল রবিবার আরো একটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে আমরা বাকি একটি ইউনিটও চালু করতে পারব।

জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৮৬.

৬৭ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬.২৬ এমএসএল। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। 

ঢাকা/শংকর/রফিক 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউন ট চ ল জলব দ য ৎ

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ