টানা বৃষ্টিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে
Published: 2nd, June 2025 GMT
টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদে বেড়েছে পানি। এতে উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে। গত কয়েকদিনের বৃষ্টিতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে ১১৫ মেগাওয়াট। বর্তমানে এ কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রেখে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতদিন পানিস্বল্পতার কারণে একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল।
সোমবার (২ জুন) সকালে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত এ কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াটসহ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩ নম্বর ইউনিট বন্ধ আছে।
তিনি আরো জানান, এতদিন কাপ্তাই হ্রদে পানিস্বল্পতায় কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে হতে শুধু একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হতো। গত শনিবার দুটি ইউনিট এবং গতকাল রবিবার আরো একটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে আমরা বাকি একটি ইউনিটও চালু করতে পারব।
জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৮৬.
ঢাকা/শংকর/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউন ট চ ল জলব দ য ৎ
এছাড়াও পড়ুন:
পানিতে ডুবেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে প্রতিনিয়ত পানি বাড়ছে। রাঙামাটি শহরে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু ইতোমধ্যে ডুবে গছে। এ পরিস্থিতিতে বুধবার (৩০ জুলাই) সকাল থেকে এ সেতু পারাপারের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, চেঙ্গী, মাইনী, কাচালং নদী এবং ভারতের মিজোরাম রাজ্য থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশেছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরেই কাপ্তাই হ্রদে পানি বাড়ছে। গতকাল মঙ্গলবার সকালেই হ্রদের পানি পাটাতন স্পর্শ করে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় বুধবার সকাল পর্যন্ত চার ইঞ্চি পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে সেতুতে দর্শনার্থীদের ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেছেন, হ্রদে পানি বাড়ার কারণে ঝুলন্ত সেতুতে আজ (বুধবার) সকালে চার ইঞ্চি পানি উঠেছে। তাই, ঝুঁকি এড়াতে আমরা অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছি। পানি কমলে পুনরায় দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে।
কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫৪ এমএসএল (মিনস সি লেভেল)। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে এই কেন্দ্রের পাঁচ ইউনিট চালু রেখে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৪২ মেগাওয়াট।
ঢাকা/শংকর/রফিক