বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের রহমাতুল্লাহ।

সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ৪ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে তিনি হকার্সদের ঈদ সামগ্রী উপহার দেন।

এ উপলক্ষ্যে দুপুরে নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ের সংবাদপত্র হকার্স ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তৃতায় আবু নাসের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল।

সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার জমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি শিক্ষক মিজানুর রহমান, কোতোয়ালি থানার সভাপতি মাহামুদুল হাসান কামাল, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-সভাপতি আবুল কালাম কালু, সাবেক সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো.

শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ মো. শাহিন হাওলাদার, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম, এমএম নিউজ এজেন্সির মহসিন মিয়া, আলম বুক স্টলের ম্যানেজার মো. জালাল হোসেন, এম রহমান নিউজ এজেন্সির ম্যানেজার কৃষ্ণ দাস, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক সোলায়মান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ চৌধুরী প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ উপহ র র রহম ন

এছাড়াও পড়ুন:

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক,  সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
  • দেশে ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস, রয়েছে এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি