গুগল ম্যাপ দেখে ঘুরতে ঘুরতে রংপুরের এক গ্রামে গিয়ে সেনা সহায়তায় ফিরলেন ইরানি দম্পতি, আটক ৪
Published: 2nd, June 2025 GMT
বাংলাদেশে ঘুরতে এসেছেন ইরানি এক দম্পতি। উঠেছেন রংপুরের এক হোটেলে। আজ সোমবার প্রাইভেট কার ভাড়া করে নিজেরা গাড়ি চালিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। গুগল ম্যাপ অনুসরণ করে তাঁরা চলছিলেন। একপর্যায়ে ঢুকে পড়েন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে। সেখানে পথ ভুলে যাওয়ায় স্থানীয় মানুষের সাহায্য চান তাঁরা। কিন্তু সেখানে উপস্থিত কিছু মানুষ তাঁদের মারধর করে ডলার, মুঠোফোন, হাতঘড়ি, পাসপোর্টসহ সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেন।
এ খবর চলে যায় তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে। ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরীর নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। এরপর ইরানি দম্পতিকে সেখান থেকে উদ্ধার করেন। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটকসহ ছিনিয়ে নেওয়া সবকিছু উদ্ধার করেছেন।
এলাকাবাসী, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে গুগল ম্যাপ দেখে যাওয়ার সময় পথ ভুল করে সাদা রঙের প্রাইভেট কারে দক্ষিণ ঘনিরাপুর রামপুরা এলাকায় পৌঁছান ইরানি নাগরিক হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭)। পথ ভুল হওয়ায় তাঁরা সেখানকার স্থানীয় লোকজনের কাছে সাহায্য চান। কিন্তু ভাষা বুঝতে না পেরে তাঁদের কাছে থাকা থাকা ডলার, মুঠোফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নিয়ে মারধর করেন কিছু মানুষ। এরপর খবর পেয়ে দুপুর ১২টায় সেখানে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ ও ইউএনও।
সেখান থেকে এ ঘটনায় জড়িত ওই গ্রামের রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটক করা হয়। পরে সেনাবাহিনীর পেট্রল দলের গাড়িবহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানি নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাঁদের নিরাপদে হোটেলে পৌঁছে দেয় সেনাবাহিনী।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ইরানি দম্পতিকে মারধর করে ডলার, মুঠোফোন, পাসপোর্ট ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করে সেনাবাহিনী পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঘটন য়
এছাড়াও পড়ুন:
লাইভ কনসার্টে পোশাক বিড়ম্বনায় জেনিফার লোপেজ (ভিডিও)
বাহারি আলোয় ঝলমল করছে মঞ্চে। সবার কাঙ্ক্ষিত মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ পারফর্ম করছেন। তার পরনে সোনালি রঙের সিকুইন বিকিন টপ আর স্কার্ট। তার সঙ্গে রয়েছে পুরো টিম। হাঁটতে হাঁটতে কথা বলছেন ৫৬ বছরের জেনিফার। আকস্মিকভাবে জেনিফার লোপেজের পরনের স্কার্ট খুলে মঞ্চে পড়ে যায়।
স্কার্ট খুলে পড়ায় কয়েক মুহূর্তের জন্য অপ্রস্তুত হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নেন জেনিফার লোপেজ। মঞ্চে থাকা তার এক সঙ্গী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। সাবলীলভাবে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেন এই গায়িকা। এরপর হাসতে হাসতে তিনি বলেন—“আমি আনন্দিত আজ অন্তর্বাস পরেছি, সাধারণত অন্তর্বাস পরি না।”
যে ব্যক্তি স্কার্টটি পুনরায় পরিয়ে দেন, তাকে উদ্দেশ্যে করে জেনিফার লোপেজ বলেন, “আপনি এটা রাখতে পারেন। আমি এটা ফেরত চাই না।”
আরো পড়ুন:
হাল্ক হোগান মারা গেছেন
প্রভাবশালী রক তারকা ওজি ওসবার্ন মারা গেছেন
এরপর জেনিফার লোপেজ বলেন, “আপনাদের সঙ্গে সত্যি কথা বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। জানি না আপনার কেমন হয়। কখনো কখনো এটি আমার ভালো লাগে। অন্য দিনে আমি খানিকটা রোমান্টিক অনুভব করি। সম্ভবত গ্রীষ্মকালে বাইরে গরম থাকার কারণে আমি আজ একটু বেশি দুষ্টু বোধ করি।”
এ মুহূর্তের একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন অন্তর্জালে ভাইরাল। ২৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে সাড়ে ১১ মিলিয়ন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে শহরে এ গায়িকার লাইভ কনসার্ট ছিল। সেখানে পোশাক বিড়ম্বনায় পড়েন এই শিল্পী।
ঢাকা/শান্ত