কুমিল্লার চান্দিনায় অবৈধ পশুহাটে অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ফয়সাল আল নুর। গতকাল সোমবার বিকেলে উপজেলার দোল্লাই-নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

পরে গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। ওই ঘটনায় ক্ষমা চেয়ে মুচলেকা দেন অভিযুক্ত মো.

আক্তারুজ্জামান নামের এক যুবদল নেতা।

আক্তারুজ্জামান উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন যুবদল সভাপতি। তিনি দোল্লাই-নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন একটি পশুর হাট পরিচালনা করেন। বাজার ইজারা নেওয়া হলেও বিদ্যালয় মাঠে পশুর হাটের বেচাকেনা করা হয়।

সহকারী কমিশনার ফয়সাল আল নুর বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয় মাঠে গরুর বাজার বসানো হয়। আমরা অভিযানে গেলে বাজার পরিচালনাকারী ও ইউনিয়ন যুবদল সভাপতি আক্তারুজ্জামানের উসকানিতে তাঁর লোকজন সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। তাঁরা কাজে বাধা দিয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হন। পরে তাঁরা ক্ষমা চেয়ে মুচলেকা দেন।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে দোল্লাই-নবাবপুর পশুর হাটে গিয়ে বিদ্যালয় মাঠ থেকে হাট সরানোর কথা বলতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (ফয়সাল আল নুর) ‘আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ‘ধর, ধর’ বলেন একদল লোক। একপর্যায়ে পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ম্যাজিস্ট্রেট দোল্লাই-নবাবপুর ইউনিয়ন ভূমি অফিসে অবস্থান নেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। তখন ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেন বাজার পরিচালনাকারী ও দোল্লাই নবাবপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. আক্তারুজ্জামান।

এ সম্পর্কে গতকাল সোমবার রাতে আক্তারুজ্জামান বলেন, ‘বাজারটি আমি পরিচালনা করলেও ইজারা নেওয়া হয়েছে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু ভাইয়ের নামে। বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ফয়সাল আল নুর এসে আমাকে কথা বলার জন্য ডাক দেন। আমি সামনে গেলে কথা বলার এক পর্যায়ে তিনি আমাকে ধমক দিয়ে কথা বলতে থাকেন। তখন আমি বলেছি, আপনার কাজ আপনি করেন, আমি আপনার কথা শুনতে পারব না। এ কথা বলার এক পর্যায়ে তিনি আমাকে পুলিশ দিয়ে আটকের চেষ্টা করেন। তখন ৪০০-৫০০ লোক জড়ো হয়ে যায়। পরে তিনি ভূমি অফিসে গিয়ে আশ্রয় নেন। এরপর আমাদের ইউনিয়ন চেয়ারম্যান ও সেনাবাহিনী এসে বিষয়টি মিলমিশ করিয়ে দিয়েছে।’

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর বাজার অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছিল। এ সময় ইজারাদারের লোকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করেছেন। পরে সেনাবাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে ইজারাদার ক্ষমা প্রার্থনা করে মুচলেকা দিয়েছেন। বিদ্যালয় মাঠে আবার পশুর হাট বসানো হলে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল সরক র য বদল গতক ল

এছাড়াও পড়ুন:

নির্জন পথে হরিণের মাংস নিয়ে ফিরছিলেন শিকারিরা, কোস্টগার্ড দেখে পালালেন

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ