রূপগঞ্জে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ
Published: 3rd, June 2025 GMT
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম, শাহিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোমেন ভুঁইয়া, ইলিয়াস ভুঁইয়া সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আর্শীবাদ। আর শেখ হাসিনা ছিলেন দুষ্কৃতিকারী ও দুর্নীতিবাজ। এদেশের মানুষ এখন ভালো আছেন। পরে অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসা মাঠে একই কর্মসূচি পালন করা হয়। সেই থেকে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরিক্ষা করে ওষুধ বিতরণ করা হয়।
সকালে পাড়াগাঁও ঈদগা মাঠে ৬০ লাখ টাকা ব্যয়ে মিম্বর নির্মাণ কাজ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ জ য় উর রহম ন ব তরণ কর ব এনপ র ন ব এনপ র রহম ন র পগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস দিলেন ডিসি
ফতুল্লা ইউনিয়নের পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন, রাস্তার উন্নয়নে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন এলাকাবাসীকে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের উদ্যোগ দক্ষিন সস্তাপুর, সস্তাপুর কোতালের বাগ, হক বাজার, গাবতলী ও পূর্ব ইসদারের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যার কথা জানাতে ও সমাধানের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।
এলাকাবাসী দক্ষিন সস্তাপুর, সস্তাপুর কোতালের বাগ, হক বাজার, গাবতলী ও পূর্ব ইসদার এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ পানি নিস্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই পানি বন্দি হয়ে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি ডুবে এক দুর্বিসহ অবস্থায় পতিত হয়। খাল পুনরুদ্ধারের অভাবে এই অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। খাল পুনরুদ্ধার, সংস্কার, রাস্তা উঁচুকরণসহ ত্বাকওয়া মসজিদের উন্নয়নের সরকারের আর্থিক সহায়তা কামনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এলাকাবাসীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ইদ্রিস আলী, আব্দুল কাদের, আব্দুল মান্নান, নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফারুক, বীরমুক্তিযোদ্ধা ফারুক, ইউপি সদস্য আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ব্যবসায়ী মোঃ মাসুদ, জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাটসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।