প্রয়োজনীয় নথিপত্র নেই: ‘গরমে মৃত্যু এড়াতে’ আড়াই লাখ হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা
Published: 3rd, June 2025 GMT
প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় ২ লাখ ৬৯ হাজার মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশ করতে দেয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। এসব মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।
গত বছর হজের সময় ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ১ হাজার ৩০০-এর বেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছিলেন। এ বছর তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করতে মুসল্লিদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ পেলে তাঁদের মক্কা নগরে ঢুকতে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনকোন দেশ থেকে কত মানুষ হজ করতে যাচ্ছেন৬ ঘণ্টা আগেআগামীকাল বুধবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। গত বছরের মতো এ বছর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই। তবে পূর্বাভাস অনুযায়ী, হজের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
ইতিমধ্যে প্রায় ১৫ লাখ হজযাত্রী পবিত্র মক্কা নগরে পৌঁছেছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, তারা ইতিমধ্যে ৪৪ জন হিটস্ট্রোকের রোগীকে চিকিৎসা দিয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী আবদুল্লাহ আসিরি বলেছেন, তাঁরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘হজের সময় চরমভাবাপন্ন তাপমাত্রা দেখা যাচ্ছে। তাই, তাপজনিত অসুস্থতার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।’
আবদুল্লাহ আসিরি আরও বলেন, হজ উপলক্ষে ৫০ হাজার চিকিৎসাকর্মী ও প্রশাসনিক কর্মী মোতায়েন করা হয়েছে। গুরুতর রোগীদের জন্য হাসপাতালে ভেন্টিলেটর–সুবিধার ৭০০টির বেশি শয্যায প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুনপবিত্র মক্কায় সমবেত হচ্ছেন হজযাত্রীরা২১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হজয ত র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত