পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জিনাত জাহানের স‌ঙ্গে অসদাচরণের অভিযোগে মঙ্গলবার দুই পু‌লিশ সদস্যকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

জয় দাস ও আবু বকর নামের ওই দুই কনস্টেবলকে পটুয়াখালী পুলিশ লাইনসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। পটুয়াখালী অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাজাদুল ইসলাম সজল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে গতকাল সোমবার পটুয়াখালী পু‌লিশ সুপা‌রের কা‌ছে লি‌খিত অভিযোগে ক‌রে‌ছি‌লেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক জিনাত জাহান। লিখিত অভিযোগে উল্লেখ ক‌রা হয়, গত রোববার বিকেল ৫টা ২৫ মিনিটের দি‌কে তিনি তাঁর মুঠোফোনের সিম চুরিসংক্রান্ত ঘটনায় পটুয়াখালী সদর থানায় যান। এ সময় থানায় উপস্থিত সাদাপোশাকধারী পুলিশ সদস্য আবু বকর ও জয় দাসকে বিষয়‌টি জানান। এ সময় ওই দুই পু‌লিশ সদস‌্য তাঁর রাজনৈতিক পরিচয় জানতে চান। জিনাত এ সময় তাঁর রাজ‌নৈ‌তিক প‌রিচয় দেওয়ার পর দুই পুলিশ সদস্য তাঁকে নিয়ে উপহাস করেন। দীর্ঘ সময় তাঁকে থানায় ব‌সি‌য়ে রে‌খেও কোনো সহযোগিতা করেননি ওই দুই পুলিশ সদস্য। পরে উপপরিদর্শক (এসআই) ইসরাইল এসে সমস্যার সমাধান ক‌রেন।

জিনাত জাহান বলেন, সদর থানার দুই পুলিশ সদস্য তাঁর সঙ্গে অসদাচরণ করায় তিনি এসপির কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগের কারণে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে, এমন তথ্য পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সা‌জেদুল ইসলাম সজল জানান, পু‌লিশের দুই সদ‌স্যের বিরু‌দ্ধে লি‌খিত অভিযোগের বিষয়টি তদন্তাধীন। তদন্তের স্বার্থে পুলিশের ওই দুই সদস্যকে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইনসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ই প ল শ সদস য ওই দ ই

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপি নেতা রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

এর আগে সকালে আড়াই হাজার উপজেলায় জাহাঙ্গীর ভূইয়া খুন হন। নিহতের ছেলে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রী মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি দু‌টি দোকানের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকানে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন, সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। 

তিনি আরো জানান, আজ বুধবার (৩০ জুলাই) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর ভূইয়া ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রেন। এ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডা হয়। এক পর্যা‌য়ে তার বাবাকে তোতা মেম্বার চড় দেন। এ খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়ের ভেত‌রে এলোপাতা‌ড়ি মারধর ক‌রেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ