পটুয়াখালীতে বৈষম্যবিরোধী নেত্রীর সঙ্গে ‘অসদাচরণ’, দুই কনস্টেবল প্রত্যাহার
Published: 3rd, June 2025 GMT
পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জিনাত জাহানের সঙ্গে অসদাচরণের অভিযোগে মঙ্গলবার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
জয় দাস ও আবু বকর নামের ওই দুই কনস্টেবলকে পটুয়াখালী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পটুয়াখালী অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাজাদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার পটুয়াখালী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে করেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক জিনাত জাহান। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে তিনি তাঁর মুঠোফোনের সিম চুরিসংক্রান্ত ঘটনায় পটুয়াখালী সদর থানায় যান। এ সময় থানায় উপস্থিত সাদাপোশাকধারী পুলিশ সদস্য আবু বকর ও জয় দাসকে বিষয়টি জানান। এ সময় ওই দুই পুলিশ সদস্য তাঁর রাজনৈতিক পরিচয় জানতে চান। জিনাত এ সময় তাঁর রাজনৈতিক পরিচয় দেওয়ার পর দুই পুলিশ সদস্য তাঁকে নিয়ে উপহাস করেন। দীর্ঘ সময় তাঁকে থানায় বসিয়ে রেখেও কোনো সহযোগিতা করেননি ওই দুই পুলিশ সদস্য। পরে উপপরিদর্শক (এসআই) ইসরাইল এসে সমস্যার সমাধান করেন।
জিনাত জাহান বলেন, সদর থানার দুই পুলিশ সদস্য তাঁর সঙ্গে অসদাচরণ করায় তিনি এসপির কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগের কারণে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে, এমন তথ্য পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়টি তদন্তাধীন। তদন্তের স্বার্থে পুলিশের ওই দুই সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ই প ল শ সদস য ওই দ ই
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন