দফায় দফায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে উত্তপ্ত গাজীপুর
Published: 4th, June 2025 GMT
পোশাক কারখানার এক শ্রমিক জাকির হোসেনের (২৫) আত্মহনন ঘিরে গতকাল মঙ্গলবার সারাদিন উত্তপ্ত ছিল গোটা গাজীপুর। আগের রাতের ওই আত্মহননের ঘটনাকে কেন্দ্র করে সকালে পুলিশের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ হয়। ভাঙচুর হয় কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করেছে।
জানা গেছে, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন জাকির। গত সোমবার সারাদিন তিনি কাজ করেন কারখানায়। বাসায় ফেরার আগে হঠাৎ কারখানার আট তলা ভবনের ছাদে উঠে নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। মারাত্মক রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা জাকিরকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকির নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে।
সহকর্মীদের দাবি, সোমবার জাকির কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু তাঁকে ছুটি না দিয়ে লাঞ্ছিত করা হয়। এ অপমান সহ্য করতে না পেরে জাকির আট তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহনন করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, জাকির ছুটি চায়নি, তাকে লাঞ্ছিতও করা হয়নি। পারিবারিক কলহের কারণে মানসিক যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এদিকে জাকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই জিন্নাত নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। গতকাল সকাল ৯টার দিকে তারা এক জোট হয়ে কারখানা ঘেরাও করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়। আগে থেকেই পুলিশ সেখানে অবস্থান করছিল। শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশ হাজির হয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার সামনে রাখা পুলিশের একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়ি শ্রমিকরা ভাঙচুর চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেলও ছুড়তে থাকে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে এবং টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর দফায় দফায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলতে থাকে। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠিপেটা ও টেয়ারশেলের আঘাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হলে পরিস্থিতি আরও জটিল হয়। তা ছাড়া শ্রমিকদের ওপর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ১৯টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে পুলিশের ১১ জন সদস্য আহত হয়েছেন। ১৯ জনকে আটক করা হয়েছে।
জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার এজিএম জুবায়ের এম বাশার বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে জাকির কয়েক দিন ধরে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই জাকির আটতলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের কাছে তিনি ছুটি চাননি। তাঁকে লাঞ্ছিত করার প্রশ্নই উঠে না।
এদিকে কারখানার সিসিটিভিতে ধরা পড়েছে জাকিরের আত্মহত্যার দৃশ্য। ফুটেজে দেখা যায়, ভবনের আটতলায় উঠে জাকির বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। দুই হাত দিয়ে চুল টানছেন। এক পর্যায়ে সাদা এক টুকরো কাগজ নিয়ে ভবনের মাঝামাঝি স্থানে রাখেন। পরে ছাদের কিনারায় গিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিচের দিকে ঝাঁপ দেন। পুলিশ জাকিরের লেখা চিরকুটটি উদ্ধার করেছে। তাতে লেখা রয়েছে– জীবনে সবাই ভালো থাকতে পারে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ
এছাড়াও পড়ুন:
অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
আমরা যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, তাঁদের দিনের বড় একটি অংশ সহকর্মীদের সঙ্গেই কাটে। আসা–যাওয়া আর ঘুমের সময়টুকু বাদ দিলে দেখা যাবে, পরিবারের সদস্যদের চেয়ে তাঁদের সঙ্গেই কাটছে বেশি সময়। স্বাভাবিকভাবেই সহকর্মীদের সঙ্গে একধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, তাঁরা হয়ে ওঠেন বন্ধু, মনের কথা ভাগ করে নেওয়ার সঙ্গী। কখনো কখনো এই সম্পর্ক পেশাগত সীমারেখাও ছাড়িয়ে যায়।
প্রশ্ন হলো, সহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে এই সীমারেখা কোথায় টানতে হবে? অফিসে বা বাইরে বিপরীত লিঙ্গের সহকর্মীর সঙ্গে কোন কথাটা বলা যাবে, কোন ঠাট্টাটা করা যাবে, মোটের ওপর কতটা মেলামেশা করা যাবে?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়ে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও সংস্থাটির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট। যাঁদের দুজনেরই রয়েছে আলাদা পরিবার। তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই অফিসের ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যের সম্পর্ক নৈতিকতার কোন মানদণ্ড মেনে চলবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সহকর্মীর সঙ্গে কেমন আচরণ করবেন সেসব নিয়ে প্রতিটি ভালো অফিসেই আচরণবিধি থাকে