ঈদের দিন কম খরচে অন্দর সাজাতে চান?
Published: 4th, June 2025 GMT
ঈদের প্রস্তুতি মানে শুধু নতুন পোশাক আর খাবারের আয়োজন নয়। ঈদ উপলক্ষে অন্দরসজ্জাও বদলে ফেলতে পারেন। চাইলে অনেক টাকা খরচ না করেও বদলে ফেলা যায় অন্দরের আবহ। ঘরের সাজে প্রাণ ফেরাতে ছোট ছোট কিছু উপাদান বদলালেই চলে। এ নিয়ে কথা হচ্ছিল সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সি ফার্মের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী স্থপতি তাসনিম কবিরের সঙ্গে। তিনি বলেন, অনেক সময় শুধু গুছিয়ে রাখলেই চেনা ঘর দেখতে অচেনা লাগতে পারে। এ অচেনা মানে অনেকটা নতুনের মতো আরকি। তাই ঈদ উপলক্ষে অন্দর নতুন করে গোছানোর উদ্যোগ নেওয়া যেতেই পারে।
এই স্থপতিই কিছু পরামর্শ দিয়েছেন, যেসবে বদল আনলে ঘরে আসবে নতুনত্ব।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
রাকসু: ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের
রাকসু নির্বাচন: শেষ দিনে ছাত্রদল নেতার প্রার্থিতা প্রত্যাহার
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া অতি জরুরি বিভাগ-পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা ও টেলিফোন যথারীতি চালু থাকবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোটকেন্দ্র একাডেমিক বিল্ডিংগুলোতে হবে, এজন্য ভোটকেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।”
ঢাকা/ফাহিম/সাইফ