ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণ
Published: 4th, June 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হননি।
বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার এলাকায় মাঝে মধ্যেই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। আজ ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে যাচ্ছিল। বিরাসার নির্মাণাধীন ফোরলেন সড়কের খানাখন্দে ট্রাকটি উল্টে পড়লে তাতে আগুন ধরে যায়। এরপর প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে।
আরো পড়ুন:
ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে আহত ৩
বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি আহত
বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস বলেন, “বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ট্রাকটিতে কতগুরো সিলিন্ডার ছিল তার পরিমাণ নিরূপণ করা হচ্ছে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো.
ঢাকা/নাঈম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় য় সড়ক র
এছাড়াও পড়ুন:
প্রয়াত বিএনপি নেতা মাহমুদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রয়াত মাহমুদুর রহমানের স্মরণে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বাদ জোহর শহরের আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে প্রয়াত মাহমুদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল পূর্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রয়াত মাহমুদুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, মাহমুদুর রহমান ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। মৃত্যুর দিন পর্যন্ত তিনি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে ঢাকার রাজপথে ছিলেন।
রাজপথে মিছিল করতে করতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা একজন জাতীয়তাবাদের আদর্শের সৈনিককে হারিয়েছি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
দোয়া করবেন আল্লাহ যেন মাহমুদুর রহমানকে বেহেস্ত দান করেন আমিন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। নমহানগর বিএনপি সব সময় মাহমুদুর রহমানের পরিবারের পাশে আছে এবং থাকবে।
এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা আক্তার হোসেন, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মাহবুবুর রহমান, আল আরিফ, শাহাবুদ্দিন , মাসুম মিয়া, মনির হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।