ভুট্টাক্ষেতে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু
Published: 4th, June 2025 GMT
পঞ্চগড় সদর উপজেলায় ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কলেজ শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কলেজ শিক্ষার্থীর নাম জামিদুল ইসলাম (২২)। জামিদুল ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়িপাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে। তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত অন্যরা হলেন– বেংহাড়িপাড়া গ্রামের সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫) ও লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫।
মৃত ব্যক্তিদের স্বজন ও স্থানীয়রা জানান, ধাক্কামারা ইউনিয়নের ১৪ জনের একটি দল পাশের ফকিরের হাট এলাকায় চুক্তিতে একটি ভুট্টাক্ষেতে কাজ করতে যান। এ সময় ক্ষেতের মধ্যেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। তখন কেউ সেটা খেয়াল করেননি। কাজ চলাকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিদ্যুৎ সরবরাহ চালু হলে ছেঁড়া তার স্পর্শ করে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম। গুরুতর আহত রব্বানী, শাহীন ও তাঁর ভাই জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে রব্বানী ও শাহীন মারা যান। জয় ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত জয় ইসলাম বলেন, বিদ্যুতের তারটি ক্ষেতেই পড়ে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। কাজ করার সময় হঠাৎ করে তাঁর পা ঝিন ঝিন করছিল। অন্যরাও বিদ্যুতের শক খেয়ে আক্রান্ত হয়েছিলেন। তিনি সেখান থেকে দৌড়ে বের হয়ে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেন। কিন্তু কেউ ফোন ধরেননি। পরে অনেকেই ফোন দেন। এক পর্যায়ে বিদ্যুৎ বন্ধ করা হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, বিদ্যুৎস্পর্শে হাসপাতালে আসা ব্যক্তিদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন