ঈদের ছুটিতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গাজীপুর থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন আমিনুল ইসলাম। গাজীপুর থেকে বাসে করে জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় নামেন তিনি। এরপর সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির পথে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস হঠাৎ অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা আমিনুলের বড় মেয়ে আনিসা আক্তার (১০) ছিটকে রাস্তায় পড়ে। আর অটোরিকশাটি উল্টে তার ওপর গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আনিসার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকালে জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমিনুলের বাড়ি উলিপুর উপজেলার রাজার হাট গ্রামে। তাঁর দুই মেয়ের মধ্যে আনিসা বড় ছিল। আমিনুল গাজীপুরের একটি পোশাক কারখানার কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সময় অটোরিকশার ভেতরে থাকায় ওই শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় অটোরিকশাটি উল্টে শিশুটির ওপর গিয়ে পড়ে। স্থানীয় লোকজন অটোরিকশাটি উঠিয়ে দেখতে পান শিশুটি মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা গেছে। খবর পেয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্তিয়াক আহমেদ বলেন, গ্রামের বাড়িতে ঈদ করতে শিশুটি পরিবারের সঙ্গে যাচ্ছিল। বাসের ধাক্কায় শিশুটি মারা গেছে। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম ন ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ