গ্রামের বাড়িতে ঈদ করা হলো না শিশু আনিসার, সড়কেই গেল প্রাণ
Published: 5th, June 2025 GMT
ঈদের ছুটিতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গাজীপুর থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন আমিনুল ইসলাম। গাজীপুর থেকে বাসে করে জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় নামেন তিনি। এরপর সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির পথে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস হঠাৎ অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা আমিনুলের বড় মেয়ে আনিসা আক্তার (১০) ছিটকে রাস্তায় পড়ে। আর অটোরিকশাটি উল্টে তার ওপর গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আনিসার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকালে জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমিনুলের বাড়ি উলিপুর উপজেলার রাজার হাট গ্রামে। তাঁর দুই মেয়ের মধ্যে আনিসা বড় ছিল। আমিনুল গাজীপুরের একটি পোশাক কারখানার কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সময় অটোরিকশার ভেতরে থাকায় ওই শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় অটোরিকশাটি উল্টে শিশুটির ওপর গিয়ে পড়ে। স্থানীয় লোকজন অটোরিকশাটি উঠিয়ে দেখতে পান শিশুটি মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা গেছে। খবর পেয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্তিয়াক আহমেদ বলেন, গ্রামের বাড়িতে ঈদ করতে শিশুটি পরিবারের সঙ্গে যাচ্ছিল। বাসের ধাক্কায় শিশুটি মারা গেছে। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম ন ল
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক