ফরিদপুরে গরুবোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কটি বন্ধ করে ট্রাক ওঠানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন‘রোজার ঈদে নির্বিঘ্নে যাইতে পারছি, এই ঈদে কী সমস্যা হইল’১ ঘণ্টা আগে

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা তিনটা থেকে পুকুরে পড়ে যাওয়া ট্রাক তোলার কাজ শুরু হয়ে বিকেল সাড়ে চারটার দিকে শেষ হয়। প্রায় দেড় ঘণ্টা গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এতে ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে ফেরা যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন। একপর্যায়ে মহাসড়কের তালমা থেকে মুন্সিরবাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই যানজট ছিল।

ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী এম এম পরিবহনের চালক ইদ্রিস মিয়া বলেন, এই যানজটের কারণে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হয়ে ওঠেন। তাঁরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি।

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরগামী মালঞ্চ পরিবহনের যাত্রী ফরহাদ হোসেন বলেন, মুকসুদপুর থেকে ফরিদপুরে যেতে দুই ঘণ্টা সময় লাগে। অথচ পথে বাখুন্ডা ব্রিজ এলাকাতেই দুই ঘণ্টা বসে থাকতে হয়েছে। এর মধ্যে আবার প্রাইভেট গাড়িগুলো ফাঁকফোকর দিয়ে ঢুকে যানজটের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ট্রাকটি উদ্ধার করতে গিয়ে সাময়িক যানজট হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত ওই ট্রাকের চালক শাহজালাল সরদার জানান, ঝিনাইদহ থেকে ১২টি গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেললে মহাসড়কের পাশেই একটি পুকুরে ট্রাকটি পড়ে যায়। ট্রাকের ১২টি গরু উদ্ধার সম্ভব হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য নজট র

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ