পুকুরে উল্টে পড়ল গরুবোঝাই ট্রাক, যানজটে ভোগান্তি
Published: 5th, June 2025 GMT
ফরিদপুরে গরুবোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কটি বন্ধ করে ট্রাক ওঠানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন‘রোজার ঈদে নির্বিঘ্নে যাইতে পারছি, এই ঈদে কী সমস্যা হইল’১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা তিনটা থেকে পুকুরে পড়ে যাওয়া ট্রাক তোলার কাজ শুরু হয়ে বিকেল সাড়ে চারটার দিকে শেষ হয়। প্রায় দেড় ঘণ্টা গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এতে ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে ফেরা যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন। একপর্যায়ে মহাসড়কের তালমা থেকে মুন্সিরবাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই যানজট ছিল।
ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী এম এম পরিবহনের চালক ইদ্রিস মিয়া বলেন, এই যানজটের কারণে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হয়ে ওঠেন। তাঁরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি।
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরগামী মালঞ্চ পরিবহনের যাত্রী ফরহাদ হোসেন বলেন, মুকসুদপুর থেকে ফরিদপুরে যেতে দুই ঘণ্টা সময় লাগে। অথচ পথে বাখুন্ডা ব্রিজ এলাকাতেই দুই ঘণ্টা বসে থাকতে হয়েছে। এর মধ্যে আবার প্রাইভেট গাড়িগুলো ফাঁকফোকর দিয়ে ঢুকে যানজটের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ট্রাকটি উদ্ধার করতে গিয়ে সাময়িক যানজট হয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিত ওই ট্রাকের চালক শাহজালাল সরদার জানান, ঝিনাইদহ থেকে ১২টি গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেললে মহাসড়কের পাশেই একটি পুকুরে ট্রাকটি পড়ে যায়। ট্রাকের ১২টি গরু উদ্ধার সম্ভব হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য নজট র
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে বৃষ্টি-জোয়ারে সড়ক বিচ্ছিন্ন, মানুষের দুর্ভোগ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিরপোল-নাছিরগঞ্জ সড়কটি অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় ২০ হাজার বাসিন্দা চলাচলে দুর্ভোগে পড়েছে। পাশের ক্ষেতের কোমর পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।
একই কারণে উপজেলার চরমার্টিন ও চরকালকিনিসহ বিভিন্ন এলাকায় কাঁচা সড়ক ক্ষতবিক্ষত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমার্টিন গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা দুর্দশার চিত্র তুলে ধরে। বিদ্যালয় থেকে ফেরার পথে সাইকেল কাঁধে উঠিয়ে এক শিক্ষার্থীকে সাঁকো পারাপার হতে দেখা যায়।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চলকদের ধর্মঘট চলছে, ভোগান্তি
জেলা প্রশাসকের হস্তক্ষেপে চলাচল উপযোগী হলো সখিপুর-ভালুকা সড়ক
স্থানীয়রা জানায়, নাছিরগঞ্জ-বলিরপোল সড়কের আশপাশে অন্তত ২০ হাজার মানুষ বসবাস করে। সড়ক ঘেঁষে পূর্বপাশে সরু খাল রয়েছে। প্রবল জোয়ারের সময় সড়কটি ক্ষতির সম্মুখিন হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার মানুষের যাতায়াত রয়েছে। অতিবৃষ্টি ও জোয়ারের পানির চাপে সড়কটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান জানান, তীব্র জোয়ারের চাপে রবিবার (২৭ জুলাই) ভোরে সড়কটি ভেঙে যায়। পরে ১ ঘন্টার মধ্যে ভাঙনস্থল খালে পরিণত হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, ‘‘সড়কটি এখন ঝুঁকিপূর্ণ। আমরা চেষ্টা কররি, এখানে কালভার্ট নির্মাণের। যেন পানি যাওয়ার ব্যবস্থা হয়।’’
সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে অবহিত করা হবে বলে জানান তিনি।
ঢাকা/লিটন/বকুল