ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যানজট পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে এলেঙ্গা থেকে দরুন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

এর আগে, বুধবার মধ্যরাত থেকে এই মহাসড়কে যানজট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো লাখ লাখ মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে।

মাইক্রোবাস চালক জুলহাস মিয়া বলেন, ‘‘দুই ঘণ্টার সড়ক ১১ ঘণ্টায় এসেছি। কত ঘণ্টায় যমুনা সেতু পার হব জানি না।’’

বাসযাত্রী লোকমান ফকির বলেন, ‘‘বাইপাইল থেকে সকালে বাসে উঠেছি। রাত ৮টায় এখন মাত্র টাঙ্গাইল। কখন বগুড়া যাব জানি না। ৭০০ টাকার ভাড়া ১৮০০ টাকা দিয়েছি। তবু, ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পারছি না।’’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো.

শরিফ বলেন, ‘‘মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। বাম্পার টু বাম্পার গাড়ি যাচ্ছে। স্বাভাবিক হতে সময় লাগবে।’’

যমুনা সেতু সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪৯ হাজার ৫৫৭টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৫৫০ টাকা।

ঢাকা/কাওসার/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য নজট

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ