Risingbd:
2025-11-03@03:43:49 GMT

গাজীপুরে মহাসড়কে যানজট 

Published: 6th, June 2025 GMT

গাজীপুরে মহাসড়কে যানজট 

গাজীপুরে দুটি মহাসড়কে ঈদের আগের দিন আজ শুক্রবার (৬ জুন) সকালে যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। এতে কিছু দূর পর পর যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে হেঁটে সামনে এগিয়ে গিয়ে গন্তব্যের বাস ধরতে চাইছেন।

বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে চন্দ্রা এলাকার আশপাশের সড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা, আশুলিয়া, গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি হওয়ায় হাজার হাজার মানুষ গ্রামে যাওয়ার জন্য একসঙ্গে স্টেশনে ভিড় করে। এ কারণে রাতভর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট তৈরি হয়। ঈদে বাড়ি ফেরা মানুষদের দীর্ঘসময় গাড়িতে বসে থাকতে হয়। অনেকে হেঁটে সামনের দিকে রওয়ানা হন। এতে শিশু, নারী ও বয়স্করা বেশি দুর্ভোগে পড়ে। 

আরো পড়ুন:

টাঙ্গাইলে যমুনা সেতু সড়‌কে যানবাহন চলছে থেমে থেমে

রেলওয়ে উপদেষ্টা
ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি

সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে সালনা পর্যন্ত সাত কিলোমিটারে যানজট সৃষ্টি হয়। গাড়ি চলছে থেমে থেমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর ১০ কিলোমিটারে যানজটে পড়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে সিট না পেয়ে বাসের ছাদে, ট্রাকে ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে যাচ্ছে। সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া দাবি করছে পরিবহন সংশ্লিষ্টরা।

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম শুক্রবার (৬ জুন) সকালে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। পুলিশ সদস্যরা রাস্তা সচল রাখতে ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
 

ঢাকা/রেজাউল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন য নজট য নজট

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ