গাজীপুরে দুটি মহাসড়কে ঈদের আগের দিন আজ শুক্রবার (৬ জুন) সকালে যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। এতে কিছু দূর পর পর যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে হেঁটে সামনে এগিয়ে গিয়ে গন্তব্যের বাস ধরতে চাইছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে চন্দ্রা এলাকার আশপাশের সড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা, আশুলিয়া, গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি হওয়ায় হাজার হাজার মানুষ গ্রামে যাওয়ার জন্য একসঙ্গে স্টেশনে ভিড় করে। এ কারণে রাতভর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট তৈরি হয়। ঈদে বাড়ি ফেরা মানুষদের দীর্ঘসময় গাড়িতে বসে থাকতে হয়। অনেকে হেঁটে সামনের দিকে রওয়ানা হন। এতে শিশু, নারী ও বয়স্করা বেশি দুর্ভোগে পড়ে।
আরো পড়ুন:
টাঙ্গাইলে যমুনা সেতু সড়কে যানবাহন চলছে থেমে থেমে
রেলওয়ে উপদেষ্টা
ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি
সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে সালনা পর্যন্ত সাত কিলোমিটারে যানজট সৃষ্টি হয়। গাড়ি চলছে থেমে থেমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর ১০ কিলোমিটারে যানজটে পড়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে সিট না পেয়ে বাসের ছাদে, ট্রাকে ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে যাচ্ছে। সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া দাবি করছে পরিবহন সংশ্লিষ্টরা।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম শুক্রবার (৬ জুন) সকালে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। পুলিশ সদস্যরা রাস্তা সচল রাখতে ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।
রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন য নজট য নজট
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//