সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে অবৈধভাবে দেদার বালু ও পাথর উত্তোলন চলছে। এক শ্রেণির ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপ ভ্যানে এসব দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। এভাবে বালু ও পাথরের পাচার ঠেকানোর পাশাপাশি জব্দ করতে এবার তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর–বালু সিলেট বিভাগীয় শহর দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তাই সিলেট শহরে ঢোকার আগে পৃথক দুটি স্থানে গত ২৮ মে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেই থেকে এ দুটি চেকপোস্টে অবস্থান নিয়ে যানবাহন থামিয়ে অবৈধভাবে আনা পাথর–বালু জব্দ করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা এ চেকপোস্ট পরিচালিত হয়।

মূলত সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নির্দেশনায় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। ২৮ মে থেকে গত রোববার পর্যন্ত দুটি চেকপোস্টে অবস্থান নিয়ে রাতভর অভিযান পরিচালনা করে ৮৪টি অবৈধভাবে বালু ও পাথরবাহী ট্রাক জব্দ করা হয়েছে। তবে ঠিক কী পরিমাণ বালু ও পাথর জব্দ করা হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ প্রথম আলোকে বলেন, সিলেট–তামাবিল আঞ্চলিক মহাসড়কের শাহপরান এলাকার নোয়াগাঁও রাস্তার মুখে ও সিলেট–ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরকাছ ইউনিয়ন ভূমি অফিসের কাছে পৃথক দুটি চেকপোস্ট বসানো হয়েছে। এ দুটি এলাকাই সিলেট সদর উপজেলায় অবস্থিত। এসব চেকপোস্টে পরিচালিত অভিযানের নেতৃত্বে থাকেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অভিযানকারী দল অবৈধ বালু ও পাথর পরিবহন বন্ধে ব্যবস্থা নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারির অবস্থান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে। এ ছাড়া গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায়ও পাথর কোয়ারি রয়েছে। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপর জেলার সব কটি পাথর কোয়ারিতে রীতিমতো লুটপাট শুরু হয়। এসব কোয়ারি থেকে অবৈধভাবে হাজারো মানুষ পাথর ও বালু উত্তোলন শুরু করেন। পরে সেসব পাথর–বালু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি ব্যবসায়ী গোষ্ঠী।

সিলেটে এরই মধ্যে প্রায় হাজার কোটি টাকার পাথর ও বালু লুট হয়েছে বলে স্থানীয় লোকজন মনে করছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ উপজ ল

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ