রাজধানীতে ভিড় এখন পশুর হাট আর বাস, লঞ্চ ও ট্রেন স্টেশনে। টানা ১০ দিনের সরকার ছুটি পেয়ে এখন নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ। রাজপথ খালি হয়ে আসছে, চির-চারিত যানজট নেই। অন্যদিকে আবাসিক এলাকার প্রায় প্রতিটি ভবনেই এখন শোভা পাচ্ছে পশু বেঁধে রাখার দৃশ্য। অলিগলিতে বিক্রি হচ্ছে খড়–কাঁঠাল পাতা আর পশু কোরবানির যন্ত্রপাতি। ঈদুল আজহাকে কেন্দ্র করে মৌসুমি ব্যবসায়ীদের এই ব্যবসা বেশ জমে উঠেছে। 

আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। তাই গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন বহু মানুষ। এতে ঢাকা শহর হয়ে গেছে অনেকটাই ফাঁকা। 

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাট তেমন যানবাহন নেই, অনেকটাই ফাঁকা। ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাসে যাত্রী ছিল খুবই কম। সড়কে মানুষ ও যান চলাচল কম থাকায় কোনো যানজট চোখে পড়েনি। ফলে মানুষ খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন। অনেক স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। চালকরা নিজেদের মতো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা করে গাড়ি চালাচ্ছেন। 

কয়েকজন নগরবাসী জানান, মহাখালী ও সায়েদাবাদ এলাকায় বেশ যানজট লক্ষ্য করা গেছে। তবে সবচেয়ে বেশি যানজটে পড়েছে গাবতলী হয়ে যারা ঢাকা ছেড়েছেন। মিরপুর বাংলা কলেজ ও টেকনিক্যাল থেকে শুরু করে গাড়িগুলো যেন এগোতেই চাইছিল না। 

মানিকগঞ্জের সিঙ্গাইরের শিবপুরের বাসিন্দা বাদল সূত্রধর জানান, সকাল বেলা একটা প্রাইভেটকার ভাড়া করে শেওড়াপাড়ার বাসা থেকে তিনি পরিবার নিয়ে বের হন। বাংলা কলেজে পৌঁছার পর গাড়ি আর এগোচ্ছিল না। আধা ঘণ্টা আটকে থাকার পর গাড়ি ঘুরিয়ে ধানমন্ডি ২৭ নম্বর হয়ে বসিলা ব্রিজ হয়ে সাভারের হেমায়েতপুর পৌঁছান। অন্য সময় যেখানে এক ঘণ্টায় বাড়িতে পৌঁছে যান, সেখানে তার সময় লেগেছে চার ঘণ্টা।

বিপরীতে সেগুনবাগিচার বাসিন্দা সারোয়ার হোসেন বলেন, ‘দুদিন আগেও যেসব এলাকায় যেতে দেড় থেকে দুই ঘণ্টা লাগত, আজ সেখানে যেতে ১৫ থেকে ২০ মিনিট লাগছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য নজট

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ