জাতীয় ঈদগাহ-কেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা
Published: 6th, June 2025 GMT
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ঈদের দিন সকাল ৬টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ডাইভারশন ও রোড ব্লক কার্যকর থাকবে।
আজ শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাফিক ডাইভারশন পয়েন্টগুলো
মৎস্য ভবন ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি।
ভিআইপি ও ভিভিআইপি গাড়ি পার্কিং
ভিভিআইপি: মাজার গেটের গোল চত্বর, ভিআইপি/উপদেষ্টা পরিষদের সদস্য: বার অ্যাসোসিয়েশন মাঠ, বিচারপতি: সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবন।
সর্বসাধারণের গাড়ি পার্কিং স্থান
আইইবি (বাংলাদেশ প্রকৌশল ইনস্টিটিউট) প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং থেকে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বরের দক্ষিণ, পশ্চিম ও উত্তর পাশ, ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকের কার্পেট গলি রোড, মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত।
বিকল্প সড়ক ব্যবস্থাপনা
শাহবাগ ক্রসিং→ মৎস্য ভবন→ গুলিস্তান:
যাত্রীবাহী বা ব্যক্তিগত গাড়ি মৎস্য ভবন থেকে বাঁয়ে মোড় নিয়ে কাকরাইল মসজিদ, রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে।
বঙ্গবাজার→ হাইকোর্ট→ কদম ফোয়ারা:
এসব দিক থেকে যাত্রীরা জিরোপয়েন্ট ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবেন।
গুলিস্তান→ ইউবিএল→ কদম ফোয়ারা→ মৎস্য ভবন:
এই রুটে চলাচলকারী যানবাহন প্রেসক্লাবের সামনে ইউটার্ন নিয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে গন্তব্যে যেতে পারবে।
পায়ে হেঁটে প্রবেশের অনুরোধ
জাতীয় ঈদগাহমুখী যাত্রীদের ট্রাফিক ব্লকের কারণে নির্ধারিত স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে হবে। ডিএমপি নগরবাসীকে অনুরোধ জানিয়েছে, উপযুক্ত তারিখে জাতীয় ঈদগাহ সংলগ্ন এলাকা ও সড়কগুলো এড়িয়ে চলতে এবং বিকল্প সড়ক ব্যবহারে সহযোগিতা করতে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ র জ ম ত ন র দ শন ড এমপ জ ত য় ঈদগ হ মৎস য ভবন ড এমপ ভ আইপ
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক