মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগম্ভীর্য ও ত্যাগের মহিমায় সারা দেশে ঈদ উদযাপিত হচ্ছে। এই ঈদ ধর্মপ্রাণ মুসল্লিদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে।
শনিবার (৭ জুন) সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশের ঈদগাহ ও মসজিদে আজহার নামাজ অনুষ্ঠিত হয়। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমামরা খুতবায় কোরবানির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। পরে সবাই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা: রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও প্রখ্যাত আলেমেদীন মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
আরো পড়ুন:
ঈদ আনন্দের রীতি ও পদ্ধতি
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত
নামাজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নারীদের জন্য ছিল পৃথক নামাজের আয়োজন, নিরাপত্তা ও প্রবেশ গেট।
এছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদে প্রধান জামাত হয় সকাল ৭টায়। পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় বেলা ১১টা ৪৫ মিনিটে।
খুলনা: বৈরী আবহাওয়ার কারণে খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত আজ সকাল সাড়ে ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। পরে একই স্থানে আরো দুইটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এদিন, সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত সকাল ৭টায় ও সরকারি বিএল কলেজ মাঠে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হয়।
নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে সকাল ৭টায় ও সকাল ৮টায় দুইটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় নিরালা তাবলীগ মসজিদে, ইকবাল নগর জামে মসজিদে সকাল ৭টায়, রূপসা স্ট্যান্ড রোডস্থ বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় এবং রূপসা ফেরিঘাটস্থ হযরত আবু বক্কর সিদ্দিকী (রা.
নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি বড় খাল পাড়স্থ ৩১ নম্বর ওয়ার্ডের আল-আমিন জামে মসজিদে সকাল ৭টায়, ছোট খালপাড়স্থ ২৮ নম্বর ওয়ার্ডের বাইতুশ শরফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং সোনাডাঙ্গা হাফিজ নগর মসজিদে আমানাত-এ সকাল ৭টায় ঈদুল আজহার নামাজ পড়েন মুসল্লিরা।
আহলে হাদিস সংগঠনের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহীদ হাদিস পার্কে সকাল ৭টায়। এছাড়া, নগরীর দৌলতপুর থানাধীন পাবলা আহলে হাদিস জামে মসজিদে সকাল ৭টায়, আড়ংঘাটা এলাকার আহলে হাদিস জামে মসজিদ ঈদগাহে সকাল ৬টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সিলেট: যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে উদযাপন হচ্ছে ঈদুল আজহা। ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে একসঙ্গে লক্ষাধিক মুসল্লি অংশ নেন।
নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
এছাড়া, দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৮টায়, সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে সকাল ৫টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেট জজ কোট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।
আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার নাম অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী ।
প্রতিবছরের ন্যায় এবারো বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টা ও তৃতীয় জামাত হয় সকাল ৯টায়।
গোপালগঞ্জ: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যায়ে এবং ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লি এখানে নামাজ আদায় করেন।
সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় এস কে আলিয়া মাদরাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া আধাঘণ্টা পরপর জেলার বিভিন্ন মসজিদ ও উপজেলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “আজকে পৌর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো। আমরা কোরবানির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি, যেন সবাই মিলে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পরি। সবার প্রতি ঈদের শুভেচ্ছা রইল।”
নাটোর: নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার(৭ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটে ঈদুল আজহার নামজ অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ। একই মাঠে সকাল ৭ টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।
এছাড়া, নাটোর শহরে মল্লিকহাটি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়, বড়হরিশপুর টার্মিনাল ঈদগাহ, গাড়িখানা জামে মসজিদ ঈদগাহ, এনএস কলেজ ঈদগাহ, বুড়া দরগার ঈদগাহ, কুমদবাটী ঈদগাহ মাঠ, নাটোর সুগার মিলস ঈদগাহ, ফুলবাগান হেলিপ্যাড ঈদগাহ, নাটোর রেল স্টেশন প্লাটফর্মে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নাটোর জেলার সাতটি উপজেলা ও আটটি পৌরসভায় ঈদুল আজহার নামাজ পড়েন মুসল্লিরা।
ঢাকা/নূরুজ্জামান, নূর, বাদল, আরিফুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ ল আজহ র ন ম য় ঈদ ল আজহ র ঈদ ল আজহ র প আজহ র ন ম জ ৪৫ ম ন ট ঈদ জ ম ত ঈদগ হ ম নগর র
এছাড়াও পড়ুন:
মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?
শুরুটা যেভাবে করেছিলেন
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে। এর পরিবর্তে খাদ্যতালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আঁশসমৃদ্ধ ফল ও সবজির সালাদ, ব্রকলি, শসা। প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি, সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো। চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি।
৮০ শতাংশ ওজন কমে সঠিক ডায়েটেভারতের হলিস্টিক হেলথ এক্সপার্ট ড. মিকি মেহতা বলেন, ‘আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন, ওজন কমানোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ ভূমিকা রাখে খাদ্যনিয়ন্ত্রণ, আর বাকি ২০ শতাংশ ব্যায়াম। প্রতিদিন কী খাবেন, সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে।’
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে